সুরেলা আয়োজনে ঈদ
ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল গান নিয়ে নানা আয়োজন করেছে। ঈদের প্রথম দিন থাকছে তারকা ও আলোচিত শিল্পীদের একক সংগীতানুষ্ঠান ব্যান্ড শো, সিনেমার গান এবং বিভিন্ন শিল্পীর আধুনিক গানের সব আয়োজন।
ঈদের দিন বিকালে বিটিভিতে ৫টা ১০ মিনিটে প্রচার হবে বিভিন্ন শিল্পীর গানের অনুষ্ঠান ‘গীতিময় ঈদ’। ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে ব্যান্ড শো ‘রক কার্নিভাল’। মঙ্গলবার (৩ মে) ব্যান্ড ওয়ারফেইজ, আর্ক, নোভা, চিরকুট গান পরিবেশন করবে। এর পাশাপাশি রাত সাড়ে ৯টায় প্রচার হবে জনপ্রিয় সিনেমার গানের অনুষ্ঠান ‘ছায়াছন্দ’। থাকছে আরও কয়েকটি গানের আয়োজন।
এটিএন বাংলায় ঈদের রাত সাড়ে ১০টায় প্রচার হবে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার প্রেয়সী’। ঈদের দিন বিকাল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আই প্রচার করবে সংগীতানুষ্ঠান। এনটিভিতে রাত ১২টায় প্রচার হবে ‘কিংবদন্তির গান’।
আজকের শিল্পীরা হলেন— রাজীব, লিজা, অপু আমান, রাকিবা ঐশী, মুহিন ও নন্দিতা।
আরটিভি রাত সাড়ে ১১টায় প্রচার করবে ‘কালারস অব ফোক’। এ ছাড়াও বিকাল সাড়ে ৫টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়ং স্টার’।
বৈশাখী টিভিতে ঈদের দিন সকাল ৮টায় ‘বৈশাখী সকালের গান’, ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ এবং দুপুর ১টায় প্রচার করবে ‘শুধু সিনেমার গান’।
চ্যানেল নাইনে প্রতিদিন সন্ধ্যা ৬টায় থাকছে জনপ্রিয় সিনেমার গানের আয়োজন ‘সিনে টিউন’। এর পাশাপাশি রাত ১০টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘উৎসবের রঙ’। যেখানে থাকছে বরেণ্য ও তারকাশিল্পীদের জনপ্রিয় গানের পরিবেশনা। এর বাইরে দীপ্ত টিভিসহ একাধিক চ্যানেলে থাকছে বেশ কিছু গানের অনুষ্ঠান, যা দর্শকদের ঈদের উৎসবকে আরও বাড়িয়ে দেবে বহুগুণ এমন আশা ব্যক্ত করেছেন চ্যানেল কর্তৃপক্ষ।
এএম/আরএ/