চাঁদরাতে ঈদ আয়োজন
ঈদ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে টেলিভিশন চ্যালেনগুলো। নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান ও সংগীতানুষ্ঠানের পাশাপাশি নানামুখী বিচিত্র আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁদরাতে আজ ২ মে বিটিভি রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান (সংকলিত) ‘গানে গানে ঈদ আনন্দ’। রাত ১০টা ২০ মিনিটে থাকছে আনন্দমেলা (সংকলিত)।
এটিএন বাংলায় রাত ৮টায় থাকছে ফান শো ‘গান ইন ফান’। এতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী রাজীব, লিজা ও আতিক। উপস্থাপনায় আবু হেনা রনি। এটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।
চ্যানেল আই সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে ছোটকাকু সিরিজ ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’। অভিনয়ে আফজাল হোসেন, তুষার খান, শাওন, শাহেদ আলী সুজন প্রমুখ। পরিচালনায় আফজাল হোসেন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘পরের জায়গা পরের জমি’।
রচনা ও পরিচালনায় রেজানুর রহমান। অভিনয়ে শাহেদ আলী সুজন, সুমনা সোমা, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান, পৃথিয়া ও তানাজ আজিম। এনটিভিতে আজ ২ মে রাত ৯টায় প্রচার হবে জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান।
আরটিভিতে রাত ৮টায় থাকছে নাটক ‘চাঁদের হাট’। পরিচালনায় ইয়ামিন ইলাহি। অভিনয়ে নওশাবা, এফএস নাঈম। রাত ১১টায় প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো ‘চাঁদ রাত’। এতে গাইবেন মিলা।
বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে মমতাজের সরাসরি গানের আয়োজন ‘ফোটে ফুল ফোটে’।
দীপ্ত টিভিতে রাত ১১টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘দীপ্ত উল্লাস’। পরিচালনায় ওয়াহিদুল ইসলাম শুভ্র। উপস্থাপনায় মুনমুন, আবু হেনা রনি এবং মানসুরা মুবাশিরা।
এএম/এমএমএ/