ঢাকাপ্রকাশ-এর ঈদ আড্ডায় ফেরদৌস আরা

ঢাকাপ্রকাশ তিনদিনব্যাপি আয়োজন করেছে ঈদের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এই আয়োজনে গানে গানে ঈদ আড্ডায় উপস্থিত থাকবেন খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী ফেসদৌস আরা।
অনুষ্ঠানে গান পরিবেশনের পাশাপাশি আড্ডায় কথা বললেন তার ঈদের পরিকল্পনা, ঈদ উদযাপন ও শৈশবের ঈদের স্মৃতিচারণ।
জাকির হোসেনের উপস্থাপনা ও পরিকল্পনায় অনুষ্ঠানটি ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে ঢাকাপ্রকাশ-এর ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও ঢাকাপ্রকাশ-এর ইউটিউব চ্যানেলে।
ফেরদৌস আরা বলেন, ‘ঈদ উপলক্ষে দারুণ একটি আয়োজন করেছে ঢাকাপ্রকাশ। অনুষ্ঠানটি একটি ভিন্ন পরিকল্পনায় নির্মিত হয়েছে। আমার বিশ্বাস এটি শ্রোতা দর্শকদের ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানে আমি কিছু গান পরিবেশনের পাশাপাশি কথা বলেছি আমার শৈশবের ঈদ নিয়ে। সেই সঙ্গে এখনকার সময় আমার ঈদ কেমন কাটে ও পরিকল্পনা থাকে সেবস নিয়ে। আশা করি অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’
এএম/এমএমএ/
