বাপ্পার সুর সংগীতে প্রথম প্লে-ব্যাকে পার্থ বড়ুয়া

চার দশকের সংগীত ক্যারিয়ার সোলস ব্যান্ডের তারকা পার্থ বড়ুয়ার। গানের এ দীর্ঘ ক্যারিয়ারে সিনেমার গানে কণ্ঠ দেওয়া হয়নি তার। এবার সেই অপূর্ণতা আর থাকল না তার। কারণ প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিলেন পার্থ বাড়ুয়া। তার সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও পান্থ কানাই। একটি গানে এ তিনজনকে পাওয়া যাবে প্রথমবার।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার জন্য গাওয়া এ গানের নাম ‘রক্তের শেষ বিন্দু বাজি’। গানটি লিখেছেন শাহান কবন্ধ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে বলে জানান বাপ্পা মজুমদার। সিনেমাটি পরিচালনা করছেন দীপঙ্কর দীপন।
জানা গেছে, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে। র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি প্রযোজিত বড় বাজেটের এ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, তাসকীন রহমান, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।
এএম/এসএন
