ঈদ আড্ডায় ইলিয়াস কাঞ্চন-অপু বিশ্বাস-লাভলু

ঈদকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। নাটক, টেলিফিল্ম, গান, নাচ ও ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি তারকাদের নিয়ে আড্ডা আয়োজন থাকছে এবার ঈদে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনের ঈদ আড্ডার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নির্মাতা অভিনেতা সালাহউদ্দিন লাভলু।
মামুন মাহমুদের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে। আড্ডায় উঠে এসেছে এ তারকাদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানান গল্প। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জান্নাত রুহী।
প্রযোজক মামুন মাহমুদ বলেন, ‘অনুষ্ঠানটি দেখে এ তারকাদের অনেক অজানা কিছু জানতে পারবে দর্শক। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।’
এএম/এসএন
