বাপ্পা মজুমদারের ‘বালিকা’

দেশের নন্দিত কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। এবার ঈদে শ্রোতাদের জন্য হাজির হচ্ছেন নতুন একটি নিয়ে। গানের শিরোনাম ‘বালিকা’।
স্যামুয়েল হকের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী।
অগ্নিবীণা নিবেদিত বাপ্পা মজুমদারের নতুন এই গানটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এ সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন, ‘গানটির কথা ও সুর দারুণ। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, বাপ্পা মজুমদারের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়েস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‘বাজি’, ‘লাভ-ক্ষতি’, ‘আমার চোখে জল’, ‘ছিল গান ছিল প্রাণ’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি।
এএম/এমএমএ/
