এক যুগ পর আসছেন জেমস

জনপ্রিয় রকস্টার জেমস। শুধু বাংলাদেশে নয়, বর্তমানে এ উপমহাদেশের সবচেয়ে বড় রক তারকা তিনি। জেমস মানেই ভক্তদের কাছে অন্যরকম উন্মাদনা। কিন্তু দীর্ঘ এক যুগ ভক্তরা সিনেমার গানের বাইরে তাদের প্রিয় এই তারকার কণ্ঠে নতুন কোনো গান শুনতে পারেনি।
এবার অপেক্ষার পালা শেষ। জেমস আসছে দীর্ঘ একযুগ পর নতুন গান নিয়ে। এই গান জেমসের পক্ষ থেকে ভক্তদের জন্য ঈদ উপহার।
নতুন এই গানটি চাঁদ রাতে বসুন্ধরা ডিজিটাল থেকে প্রকাশিত হবে। এই খবর নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
তিনি বলেন, ‘দীর্ঘ একযুগ পর চাঁদ রাতে ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন। এই গানে শ্রোতারা অবশ্যই তাদের প্রিয় শিল্পী জেমসকে নতুনভাবে পাবে।’
এএম/এমএমএ/
