‘ভাইরাল ভাইরাস’-এ ইমন ও দিঘী

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘ভাইরাল ভাইরাস’। চলমান জীবনের ঘটমান চমকপ্রদ বিষয় নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এটি উপস্থাপন করেছেন সালাহ খানম নাদিয়া ও সায়েম সালেক।
নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
ভিন্নধর্মী এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘আমাদের যাপিত জীবনে ভাইরাল শব্দটি অতি পরিচিত একটি শব্দ। এই সময়ে ভাইরাল ভাইরাসে আক্রান্ত নয় এমন মানুষ খুব কমই আছে। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ও দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃত কয়েকজন ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। তারা তাদের বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে দর্শকদেরকে আনন্দ দিবেন। তাদের পাশাপাশি এ অনুষ্ঠানে দর্শকরা দেখতে পাবেন চিত্রতারকা ইমন ও দিঘীর নাচ। সব মিলিয়ে আশা করছি, ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।’
এএম/এমএমএ/
