সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কানের হিরকজয়ন্তীতে প্রধান বিচারক ভিনসেন্ট লিনডেন

বিশ্বখ্যাত ফরাসী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘দি কান ফিল্ম ফেস্টিভ্যাল’র ৭৫তম আয়োজন বা হিরকজয়ন্তীতে জুরি বোর্ডের প্রধান নিবাচিত হয়েছেন নামকরা ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডেন।
৬২ বছরের এই অভিনেতা-পরিচালনা করেন এবং চিত্রনাট্যকারও। ২০১৫ সালে কানের সেরা অভিনেতা, সেবারের ভারতের ৪৬তম ভারতের ‘আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোর উৎসব’ ও পরের বছরের ‘৪১তম সেজার অ্যাওয়ার্ড’ (ফরাসি আরেক চলচ্চিত্র উৎসব)’র সেরা অভিনেতা। সবগুলো স্বনামধন্য পুরস্কার জয় করেছেন ২০১৫ সালে বেরুনো তার ছবি ‘দি মেজার অব অ্যা ম্যান’-এ অনবদ্য অভিনয়ের সূত্রে। গেল বছর তার ছবি ‘তিতান’ জয় করেছে কানের ‘স্বণ পাম’ বা “পাম দ’র”। স্টিফান ব্রিজ পরিচালিত তার আরেক সেরা অভিনয়ের ছবি এটি।
ভিনসেন্ট লিনডেন কানের একজন আজীবনের বন্ধু। তার প্রথম ছবিটি দেখানো হয়েছে ১৯৮৭ সালে। এরপর থেকে মোট নয়টি ছবি দেখিয়েছে কান। এ বছর তার অভিনীত ‘বোথ সাইড অব দি ব্লেড' বেরিয়েছে। ৭৬ বছরের বরেণ্য ফরাসি নারী পরিচালক ক্লেয়ার দুনি এবারে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে তার এই ছবিতে ‘দি সিলভার বিয়ার’ জয় করেছেন।
কানের আনুষ্ঠানিক জুরি প্রেসিডেন্ট পদে বসবেন ভিনসেন্ট লিনডেন। ফলে ২০০৯ সালের পর এই কোনো ফরাসি ১১ বছর পেরিয়ে আবার কানের ছবিগুলোর প্রধান নির্বাচক। সেবার ছিলেন ইসাবেল হুপাট। তাকে বিশ্বের অন্যতম সেরা ফরাসি ও দুনিয়ার সেরা অভিনেত্রীদের একজন মনে করা হয়। ৬৯ বছরের এই নারী ১৬ বার অস্কারের মনোনয়ন লাভ করেছেন ও দুবার জয় করেছেন সেরা অভিনেত্রীর সম্মান-১৯৯৬ ও ২০১৭ সালে।
তবে কান বলেছে আরেকটি ঐতিহাসিক কথা, ‘একটি বিশেষ বার্ষিকীতে ফরাসিরা তাদের উৎসবের এই প্রধান পদটি অলংকৃত করেন। ১৯৮৭ সালে ৪০তম বার্ষিকীতে ১৯২১ সালে ৭০ বছরে মারা যাওয়া ইতালিতে জন্ম নেওয়া ফরাসি অভিনেতা ও গায়ক ইভ মন্টান্ড, ১৯৯৩ সালের ৪৫তম বার্ষিকীতে অভিনেতা, নির্মাতা, প্রযোজক-জেরার্ড ডেপারডিউ, সুবর্ণজয়ন্তীতে ইতিহাসের প্রথম হিসেবে পাঁচটি অস্কার জেতা ইসাবেল আদজানি কান উৎসবের ছবিগুলোর বিচার কমিটির হয়েছেন।’
এবারের জুরি বোর্ডে ভিনসেন্ট লিনডেনের দলে আছেন-দুবার অস্কার জেতা ইতালিয়ান নির্মাতা আসঘার ফারহাদি, তিনি চিত্রনাট্যও লেখেন। তরুণ মার্কিন নির্মাতা হেলমের জেফ নিকলস; ব্রিটিশ অভিনেত্রী, নির্মাতা রেবেকা হল, ডেনমার্কে জন্ম নেওয়া ভারতীয় বিশ্বখ্যাত অভিনেত্রী দিপীকা পাড়ুকোন, সুইডেনের অভিনেত্রী নোমি র‌্যাপেস, ইতালিয়ান অভিনেত্রী ও পরিচালক ইয়াসমিন দ্রিংকা, ফরাসি পরিচালক লাজ লি ও নরওয়ের নিমাতা ইয়োএকিম ট্রিয়া-এই মোট ৯ জন। সর্বশেষ জন ৪৮ বছরের পুরুষ, তার ফিচার ছবি ‘মার্সেল!’ এবারের বিশেষ প্রদর্শনীতে শুভমুক্তি পাবে।
লিনডেন জরি বোর্ডের প্রধান নিবাচিত হবার পর বিবৃতিতে বলেছেন, ‘এ আমার জন্য বিরাট এক সম্মান ও বিশ্বাসের গর্বের উৎস।’
কান এর আগে কোনোদিন জুরি বোর্ডের প্রধান বা ছবি নিবাচন ও পুরস্কার প্রদান কমিটির প্রধানের নাম এত দেরিতে ঘোষণা করেনি। কেননা, মোটে তিনটি সপ্তাহ বাকি! তবে উৎসবটির ‘দি জেনারেল ডেলিগেট’ থিয়েরি ফেমো এই ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছেন, এর কারণ মেধাবীদের অপ্রাপ্যতা। স্পেনের বিশ্বসেরা অভিনেত্রী পেনেলোপে ক্রুজকে তিনি বিশেষ কারণে বিচারক প্রধান হতে অনুরোধ করেছিলেন। তবে তিনি আরেকটি প্রতিশ্রুতির জন্য থাকতে পারবেন না বলে জানিয়েছেন।

ছবি : ১. ভিনসেন্ট লিনডেন, ২. রেবেকা হল ৩. লিনডেনের ছবি দি মেজার অব অ্যা ম্যান।

Header Ad
Header Ad

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দলটির আরেক যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে।

এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শাতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।

একইসঙ্গে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

Header Ad
Header Ad

দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুই বাংলাদেশি কৃষক ভারতে প্রবেশের পর স্থানীয়দের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে রোববার সকালে, ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায়। ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই স্থানীয় কিছু ব্যক্তি দুই বাংলাদেশি কৃষককে বেধড়ক মারধর করছে। এমনকি তাদের একটি পিকআপ ভ্যানে তোলার সময়ও নির্যাতন অব্যাহত থাকে।

নির্যাতনের শিকার কৃষকরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, তারা মেইন পিলার ১৯৮৭ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, যেটি ৭৮পি/৮ নম্বর মানচিত্রের আওতায় পড়ে।

ঘটনার পর পরই রোববার বিকেলে সীমান্তবর্তী হরিণখোলা ফাঁড়িতে বিএসএফ এবং বাংলাদেশের ৫৫ বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএসএফ কর্তৃপক্ষ তোফাজ্জল ও জামালকে বাংলাদেশি বাহিনীর কাছে হস্তান্তর করে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

এদিকে, মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

গাইবান্ধায় অপহরণের দুই ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী মুরাদ হোসেন (১৭) অপহরণের শিকার হওয়ার দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ফুলপুকুরিয়া পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বের হওয়ার সময় মুরাদকে অপহরণ করা হয়। মুরাদ হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

মুরাদের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলেকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) ও একই গ্রামের শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেনকে (১৮) স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরৎ চন্দ্র রায় জানান, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে মুরাদ হোসেনকে উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি
দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
গাইবান্ধায় অপহরণের দুই ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা
২০ দিনে ৫০ কোটিরও বেশি আয় করল শাকিবের 'বরবাদ'
ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার
টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার
কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে: কাঠগড়ায় দাঁড়িয়ে পলক
খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
বাকৃবিতে পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অকার্যকর বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’য় জুটি বাঁধছেন ইমন-দীঘি
বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে শেখ হাসিনার সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী
চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান