নিউ ইয়র্কে ‘রিকশা গার্ল’ এর প্রিমিয়ার
বিদেশের মাটিতে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর এবার আলোচিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটনে।
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় বায়োস্কোপ ফিল্মস-এর পরিবেশনায় আগামী ৫ মে শহরটির বিখ্যাত মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় জমকালো আয়োজনে এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এমনটাই নিশ্চিত করেছেন বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী পরিচালক রাজ হামিদ।
প্রিমিয়ারে উপস্থিত থাকবেন পরিচালক অমিতাভ রেজা, কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমান, মোমেনা চৌধুরীসহ অনেকে।
বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী পরিচালক রাজ হামিদ বলেন, ‘ম্যানহাটনের ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’ থিয়েটারটি নিজেই একটা ইতিহাস। এই থিয়েটারে বাংলা সিনেমা প্রিমিয়ারের আয়োজন করতে পেরে আমার জীবনের একটা শখ পূরন হলো। রেড কার্পেটের আয়োজনও থাকছে। দিনটি স্মরণীয় করতে সব ধরনের আয়োজন করেছি।’
এদিন উপস্থিত সিনেমাপ্রেমী দর্শকরা ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের কলাকুশলীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেওয়ার সুযোগ থাকবে। অনুষ্ঠানে ছবির লেখক মিতালি পারকিনসও উপস্থিত থাকবেন। এদিকে মেয়ে নভেরা রহমানের সিনেমা আমেরিকায় প্রিমিয়ার হওয়ার খবরে দারুন খুশি অভিনেত্রী মোমেনা চৌধুরী।
প্রিমিয়ারের পরদিন ৬ মে থেকে ১২ মে পর্যন্ত জামাইকা মাল্টিপ্লেক্সে ‘রিকশা গার্ল’ চলবে। এরপর আমেরিকার ১৯টি অঙ্গরাজ্যের ৫২টি শহরে চলবে ‘রিকশা গার্ল’।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
নভেরা রহমান সিনেমাতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।
এএম/এমএমএ/