হৃদরোগে আক্রান্ত তৌসিফ

জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শনিবার ২৩ এপ্রিল সন্ধ্যায় প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসার জন্য যান। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই গায়ক। প্রাথমিক চিকিৎসার শারীরিকভাবে কিছুটা সুস্থ্য অনুভব হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।
এ সম্পর্কে তৌসিফ ঢাকাপ্রকাশকে বলেন, ‘হঠাৎ করে বুকে ব্যথা করছিল। ব্যথায় দম বন্ধ হবার মত অবস্থা হলে আমি ইবনে সিনা হাসপাতালে যাই। ওরা টেস্ট করে বলছে হার্ট এ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গে চিকিৎসা দেয়াতে জীবন বাঁচছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তৌসিফ আরও বলেন, ‘ এখন তো মোটামুটি ভালো আছি। কিন্তু ডাক্তার বলছে এনজিওগ্রামসহ আরও নিয়মিত চিকিৎসা করাতে হবে। না করলে ঝুঁকি থাকবেই।’
এএম/এমএমএ/
