ঈদে ‘এক্স যখন প্রতিবেশী’

সদ্য ব্রেকআপ হওয়া দু’জন প্রেমিক-প্রেমিকার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলো ঈদের একটি নাটক। নাটকটির নাম ‘এক্স যখন প্রতিবেশী’। রোমান্টিক ও কমেডি গল্পে এগিয়ে যাবে এর কাহিনী।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব, সেলিনা আফ্রি, শাওন খান অর্ক, হান্নান শেলি, তাসফি প্রমুখ। এস অর্ক’র গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোহন ইসলাম।
নির্মাতা জানান, ডিবক্স প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত নাটকটি আসছে ঈদে ডিবক্স’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এ সম্পর্কে পরিচালক মোহন ইসলাম বলেন, প্রেম ব্রেকআপ, কমেডি সবকিছু রয়েছে নাটকটির গল্পে। দর্শক নাটকটি দেখে আনন্দ পাবে। আমার বিশ্বাস নাটকটি ভালো লাগবে।’
এএম/এমএমএ/
