‘ডেথ অব আ সেলসম্যান’র উদ্বোধনী মঞ্চায়ন আজ
আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ নাটকটি মঞ্চে এনেছে থিয়েটারিয়ান। ফতেহ লোহানীর অনুবাদে নাটকটি নির্দেশনা দিয়েছেন আশিকুর রহমান লিয়ন। সহকারী নির্দেশক হিসেবে আছেন ধীমান চন্দ্র বর্মণ।
থিয়েটারিয়ানের নাট্যকর্মীরা ১৯, ২০ ও ২১ এপ্রিল নাটকটির কারিগরি মঞ্চায়ন শেষ করেছে। ২২ ও ২৩ এপ্রিল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে।
এ সম্পর্কে নাটকের নির্দেশক আশিকুর রহমান লিয়ন বলেন, ‘আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ নাটকটি বিশ্বের কয়েকটি জনপ্রিয় নাটকের মধ্যে একটি। এটি মঞ্চের জন্য কঠিন কয়েকটি নাটকের মধ্যেও একটি। নতুন নাটকের দল থিয়েটারিয়ান সময়ের প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী, সুস্থ বিনোদন ও শিল্পমানকে প্রাধান্য দিয়ে নাটকটি মঞ্চে নিয়ে আসছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তৌহিদ বিপ্লব, উর্মিল মজুমদার, পলি চৌধুরী, তাসমিয়া মীম, মো. মাইনুল ইসলাম (তাওহীদ), আহমেদ সুজন, নাজমুল নাঈম, আমিরুল মামুন, আব্দুল হাই প্রমুখ।
মধ্যবিত্তের মৃত্যু, বিশ্ব অর্থনীতিটাই যেন ভোগের, কোম্পানিগুলো শ্রমিকদের রক্ত-মাংস থেকে মন ও মনন পর্যন্ত শুষে খাবে। পরিত্যক্ত ছোবড়া ত্যাগ করে তাকাবে নতুন শ্রম বাজারের দিকে। এমন কাহিনী নিয়েই তৈরি হয়েছে এই নাটকের গল্প।
এএম/আরএ/