২৭ বছর পর একসঙ্গে আফজাল হোসেন-তুষার খান
বাংলাদেশের টিভি নাটকের চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন ও গুণী অভিনেতা তুষার খান। এবার দীর্ঘ ২৭ বছর পর একটি নাটকে অভিনয় করেছেন তারা। ঈদের জন্য বেশ কয়েক বছর ধরে আফজাল হোসেন নির্মাণ করছেন ছোট কাকু সিরিজের নাটক। নির্মাণের পাশাপাশি এই নাটকে অভিনয়ও করেন আফজাল হোসেন।
এবারের ঈদের জন্য নির্মিত পর্বে আফজাল হোসেনের সঙ্গে দীর্ঘ ২৭ বছর পর অভিনয় করেছেন তুষার খান। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ নাটকে অভিনয় করেছেন তারা দু’জন।
২৭ বছর আগে চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহ উদ্দিন জাকী’র রচনা ও পরিচালনায় আফজাল হোসেন ও তুষার খান অভিনয় করেছিলেন দুই বন্ধুর চরিত্রে। এরপর অবশ্য আফজাল হোসেনের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেও নাটকে আর একসঙ্গে অভিনয় করা হয়ে উঠেনি তাদের। ‘আকাশ কুসুম’ নাটকে আফজাল হোসেন অভিনয় করেছিলেন আকাশ চরিত্রে এবং কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ।
এবারের নাটক প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সত্যি বলতে কী এই গল্প নিয়ে সিরিজটির কাজ শুরু করেছিলাম আমরা করোনার আগে। দু’দিন শুটিং করেছিলাম। পরে করোনার জন্য বন্ধ হয়ে গেল। দু’বছর পর আবার কাজটি শুরু করেছি। আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে ছোট কাকু সিরিজে অভিনয় করা, এটা প্রত্যেকের জন্য ভীষণ আনন্দের। এতোদিনে এ বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। যারা কাজ করেন এতে প্রত্যেকের মাঝেই একটা পিকনিক পিকনিক মুড থাকে। মানে হলো সবাই ভীষণ ভালোলাগা নিয়েই কাজটি করে। আর গল্পের প্রয়োজনেই চরিত্রের গুরুত্বের কথা বিচেনা করেই এতে তুষার খান অভিনয় করেছেন’।
দীর্ঘ ২৭ বছর পর আফজাল হোসেনের সঙ্গে একই ফ্রেমে কাজ করা প্রসঙ্গে তুষার খান বলেন, ‘যদিও ডাক্তারের নিষেধ আছে শুটিং করা। তারপরও আফজাল ভাইয়ের পরিচালনা এবং তারসঙ্গে একই ফ্রেমে কাজ করার লোভটুকু সত্যিই সামলানো মুশকিল ছিল আমার জন্য। যে কারণেই এ নাটকে কাজ করা। এ নাটকে একজন কমেডিয়ানের ভূমিকায় কাজ করেছি। এতোটা বছর পর তারসঙ্গে কাজ করে কতোটা ভালো লেগেছে এটা আসলে সত্যিই ভাষায় প্রকাশের নয়। কারণ ডাক্তারের অনুমতি না থাকার পরও শুধুমাত্র আফজাল ভাইয়ের কাজ বলেই আমি কাজটি করেছি। আমি ভীষণভাবে কৃতজ্ঞ আফজাল ভাইয়ের প্রতি।’
আফজাল হোসেনকে চ্যানেল আইতেই আগামী ঈদে আরও দেখা যাবে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রথম প্রথম প্রেম’ নাটকে। তুষার খান জানান, আপাতত আরও কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন।
এএম/আরএ/