পিটার ওয়্যারের ছবি দি ট্রুম্যান শোর পোস্টারটি অনুকরণ করে কানের পোস্টার
১৯ এপ্রিল, মঙ্গলবার, ‘দি কান ফিল্ম ফেস্টিভ্যাল’ আয়োজক কর্তৃপক্ষ তাদের আগামী উৎসবের পোস্টারটি প্রকাশ করেছেন। এবার হবে বিশ্বের অন্যতম সেরা সিনেমা উৎসবটির ৭৫তম আসর। পোস্টারটিতে তারা অনুকরণ করেছেন অস্ট্রেলিয়ার নতুন ধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম প্রধান পুরুষ ও বিশ্বখ্যাত পরিচালক পিটার ওয়্যার’র ১৯৯৮ সালে বেরুনো ছবি ‘দি ট্রুম্যান শো’। কানের এই পোস্টারে সেই ছবির নায়ক বিশ্বখ্যাত অভিনেতা জিম ক্যারিই আছেন।
কান তাদের পোস্টারে প্যারামাউন্ট ফিল্মসের এই ছবিকে বেছে নিয়েছে।
তাদের পোস্টারে জিম ক্যারি আকাশের মেঘমালাকে ছোঁয়ার মেঘের সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন। আরো আরো কাজ। বড় করে ৭৫ শব্দটি লেখা আছে।
পোস্টারটি নিয়ে কানের উৎসব কমিটি তাদের বিবৃতিতে বলেছে, ‘পিটার ওয়্যার ও অ্যান্ড্রু নিকলের (তিনি ছবিটির চিত্রনাট্যকার, নিউজিল্যান্ডের মানুষ) এই ছবিটি প্লুটোর গুহার একটি আধুনিক প্রতিফলন। পোস্টারের দৃশ্যটি দর্শকদের সত্যি ও কল্পলোকের সীমান্তের বিষয়ে কেবল অভিজ্ঞতাই দেয় না, কল্পকাহিনীর শক্তি নিয়ে চিন্তাও করায়। দক্ষতার সঙ্গে আবেগমুক্ত করে।’
আরো বলেছেন তারা, ‘ঠিক যেভাবে ট্রুম্যান যেসব ছলনার মধ্যে বড় হয়েছেন সেগুলো থেকে পালিয়ে যান, উৎসবটিও তার বিখ্যাত উদীয়মান রেড কার্পেটের মাধ্যমে দর্শকদের শিল্পীদের সত্যিজীবনের প্রতি টেনে নেয়, যখন তারা এই থিয়েটারে প্রবেশ করেন।’
কানের এই নকশাটি করেছে প্যারিসের নামকরা প্রতিষ্ঠান হার্টল্যান্ড ভিলা।
ছবি : ১. কান চলচ্চিত্র উৎসবের পোস্টার।
২. দি ট্রুম্যান শোর পোস্টার।
ওএস।