অভিনয় শিল্পী সংঘের ৫ সদস্যকে অনুদান দিল ল্যাবএইড
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান। তাদের নেতৃত্বে এরই মধ্যে সদস্যদের বিশেষ সুবিধা দিতে নানামুখী কাজ করছে।
তার অংশ হিসেবে অভিনয় শিল্পী সংঘের ৫ জন সদস্যের হাতে অনুদান তুলে দিয়েছে শিল্পী সংঘ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইডের অর্থায়নে এই অনুদান দেওয়া হয়েছে৷
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধায় ল্যাবএইড কর্তৃপক্ষ শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সহ সভাপতি আনিসুর রহমান মিলনের হাতে মোট ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম ও কার্যকরী সদস্য আশরাফুল আশিষ ও তানভীর মাসুদ।
এ প্রসঙ্গে সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকার। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজ আমরা অসহায় ৫ জন শিল্পীর হাতে অনুদান তুলে দিয়েছি৷ এই আয়োজনে আমাদের আর্থিকভাবে সহায়তা দিয়েছে ল্যাব এইড৷ তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।’
এর আগে সদস্যদের সুবিধার জন্য সেবামূলক ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অভিনয় শিল্পী সংঘ। এর মধ্যে আছে বিশ্বরঙ, ইউনিভার্সাল হাসপাতাল, ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার বাংলামোটর ও বনানী শাখা, সিয়েলো রুফটপ বাড্ডা, বনানী ও পরীবাগ শাখা, ওমেন্স ক্লাব মেকওভার এন্ড লেজার, চেজ মটরস, কাচ্চিভাই, অন্যরকম, পিজ্জু, লেক ভিউ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার, থাইরো কেয়ার।
এএম/এমএমএ/