সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা করলেন শাহনাজ বেলী
লালনগীতি শিল্পী শাহনাজ বেলী। এর পাশাপাশি লোকজ গানেও পারদর্শী তিনি। আগামী প্রজন্মের মাঝে লালনগীতির আরও প্রসার ঘটাতে তিনি কুষ্টিয়ায় তার নিজ গ্রাম পশ্চিম আবদালপুরে ‘শাহনাজ বেলী সঙ্গীত একাডেমি’ প্রতিষ্ঠা করলেন।
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে এ একাডেমির যাত্রা শুরু হয়েছে। শাহনাজ বেলী বলেন, ‘একাডেমিতে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী গান শিখছেন। এখনো সেভাবে তেমন কোনো ওস্তাদ পুরো সময়ের জন্য চূড়ান্ত করা হয়নি। আগামী ঈদের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
নিজ উদ্যোগে গঠিত এ সঙ্গীত একাডেমি সম্পর্কে শাহনাজ বেলী বলেন, ‘বিশেষত লালনগীতি নিয়েই একাডেমি ঘিরে আমার স্বপ্ন। লালনের গানের প্রসারের ক্ষেত্রে এ একাডেমি বিশেষ ভূমিকা রাখবে। যেহেতু আমি লালনের গানে নিজেকে মগ্ন করেছি। আমি চাই এই গানের আরও প্রসার ঘটাতে। আমার একাডেমিতে যারা গান শিখবে, তারা মূলত লালন গানেই নিজেকে দক্ষ করে তুলবে। আমি চাই সত্যিকারের শিল্পীরা বেরিয়ে আসুক। লালনের গানের আরও প্রসার হোক। আর লালনের গানের আরও প্রসারের মধ্য দিয়ে আমার একাডেমির নামও ছড়িয়ে পড়ুক।’
এএম/এসএ/