প্রতীক হাসানকে ‘মৃত’ বলছে ফেসবুক

জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসানের ফেসবুক আইডিতে রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু প্রতীক হাসানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। বেঁচে থাকতেই এ গায়ককে ‘মৃত’ বলছে ফেসবুক!
ফেসবুক কর্তৃপক্ষ প্রতীক হাসানের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা প্রতীক হাসানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্তনা খুঁজে পাবেন।’
ধারণা করা হচ্ছে, কেউ প্রতীক হাসানের আইডি হ্যাক করে এমন কাণ্ড ঘটাতে পারেন।
এই বিষয়ে জানতে প্রতীক হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে প্রতীক হাসানের ছোট ভাই সংগীতশিল্পী প্রীতম হাসান জানিয়েছে প্রতীক হাসান ভালো আছে, সুস্থ আছেন।
এএম/আরএ/
