সুবর্ণা মুস্তাফার সঙ্গে চিত্রনায়িকা ববি

নন্দিত অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। ব্যস্ততার কারণে অভিনয়ে খুব বেশি নিয়মিত নন তিনি। তবে বিশেষ দিবসের নাটক বা টেলিফিল্মে তার দেখা মেলে।
সেই ধারাবাহিকতায় আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন খ্যাতিমান এই অভিনেত্রী। এবার তার সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করবেন জনপ্রিয় চিত্রনায়িকা ববি। তবে এটি কোনো সিনেমা নয়। এই কাজের মাধ্যমে ছোটপর্দায় একসঙ্গে কাজ করলেন এই দুই তারকা অভিনেত্রী।
আসছে ঈদের জন্য নির্মিত ‘সুরভী’ নামের একটি টেলিফিল্মে দেখা যাবে তাদের। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন শম্পা রেজা প্রমুখ।
জানা গেছে, বঙ্গের বব (বেজড অন বুক) সিজন-২-এ জনপ্রিয় গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম নির্মিত হচ্ছে। এর মধ্যে একটি ‘সুরভী’।
এএম/এমএমএ/
