নববর্ষ উদযাপনে টেলিভিশনে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন
করোনাভাইরাসের কারণে গত দুই বছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর আয়োজন ছিল সাদামাটা। মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে উঠে এবার দেশের চ্যানেলগুলো বর্ণিল অনুষ্ঠানমালা আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করবে।
বাংলা বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান “ষোলআনা বাঙালী আনা”। সাজু খাদেমের এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন রুমানা আফরোজ। অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনয়ায়ক ফেরদৌস, নিরব, কণ্ঠলিল্পী আঁখি আলমগীর এবং উপস্থাপিকা শারমিন লাকি। আড্ডা এবং বিভিন্ন মজার সেগমেন্ট দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
পহেলা বৈশাখের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে বিকাল ৩টা ৩০মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, ফেরদৌস, মৌসুমী প্রমুখ।
বাংলা একাডেমি থেকে বর্ষবরণ উৎসব সরাসরি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। আজ (১৪ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে পহেলা বৈশাখের বিশেষ নাটক ‘এক বৈশাখে’। সারওয়ার রেজা জিমি’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, স্বর্ণলতা দাস আঁচল, শেখ মাহবুব রহমান, এ কে আজাদ সেতু, প্রিয়ন্তী প্রমূখ।
পহেলা বৈশাখে ‘হা-শো সিজন ৬’ এর বিশেষ পর্ব এনটিভিতে রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানের এবারের পর্বটি সাজানো হয়েছে বাংলা নববর্ষের আবহে। এতে বিচারক হিসেবে আছেন চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা নিপুণ ও অভিনেতা তুষার খান। জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আছেন আবু হেনা রনি।
এ ছাড়াও বর্ষবরণ উপলক্ষ্যে আরটিভিতে ১৪ এপ্রিল রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘গঠনমূলক প্রেমিক’। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে রয়েছেন আরশ খান, মাখরুন মাহিমা প্রমুখ।
এএম/এসআইএইচ