নচিকেতার সুরে এলো সামিনা চৌধুরীর প্রথম গান
ভারতীয় কিংবদন্তি গীতিকার, সুরকার ও গায়ক নচিকেতা’র সুরে গান গেয়েছেন বাংলাদেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবার প্রকাশিত হলো ‘একটুখানি কষ্ট দিতেও’ শিরোনামে এ গানটি। ‘একটুখানি কষ্ট দিতেও মন গহীনে বাঁধে/তোমার মন খারাপের সন্ধ্যেবেলায় একজনই তো কাঁদে-এমন কথার গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি জুলফিকার রাসেল। গানটির সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে জুটি মিউজিক-এর ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হলো।
এ সম্পর্কে সামিনা চৌধুরী বলেন, ‘এই গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। তাও বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো জেনে খুশি লাগছে। এটা রাসেলের (জুলফিকার রাসেল) অনেক শখের একটা গান। ও চেয়েছে আমাদের দু’জনকে দিয়ে একটা গান করাতে। খুবই সুন্দর কথার গান। সুন্দর সুর। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও, ওনার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
জুটি প্রোডাকশনের ব্যানারে গানটির ভিডিও নির্মিত হয়েছে। এতে সামিনা চৌধুরী নিজেই হাজির হয়েছেন ক্যামেরার সামনে।
গানটি সুর করা প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। ওনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি আমাদের নতুন গানটি সমাদৃত হবে।’
গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নারী শিল্পীদের মধ্যে সুমা (সামিনা চৌধুরী) আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার (নচিকেতা) সুরে সামিনা আপার জন্য একটা গান করব। অবশেষে সেই গানটি হলো। গানটি যে এতোটা মনোযোগ দিয়ে নচিদা সুর করবেন আর সোমা আপা গাইবেন, সেটা ধারণার বাইরে ছিল।’
এএম/এমএমএ/