ছেলের সঙ্গে স্কুলে গেলেন রাজ-শুভশ্রী
বাবা-মায়ের সঙ্গে ছেলে প্রস্তুত স্কুলের ড্রেস পড়ে। সাদা শার্ট, নীল জিন্সের হাফ প্যান্ট পড়েছে। পিঠে নীলচে-গোলাপি স্কুলের ব্যাগ তার। জুতো-মোজা পরে, মা-বাবার হাত ধরে ছেলে ইউভান পৌঁছে গেছে স্কুলে। না এটি কোনো সিনেমার দৃশ্য নয়।
এমনটি বাস্তবেই ঘটেছে রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রীর জীবনে। এই দম্পতির ছেলে ইউভান প্রথম স্কুলে গিয়েছে। ছেলের প্রথম দিনের স্কুলযাত্রার সঙ্গী হয়েছেন বাবা মা রাজ-শুভশ্রী।
স্কুলে যাওয়ার পথে কোনো বায়না বা কান্নাকাটি করেছে না কি রাজপুত্র? এমন প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে রাজ চক্রবর্তী বলেন, ‘কিচ্ছু না! বরং হাসিমুখে স্কুলে গিয়েছে। গিয়েই মিশে গিয়েছে বাকি বাচ্চাদের সঙ্গে। এক সঙ্গে খেলাধুলো করেছে। মাকেই বরং পাত্তা দিচ্ছিল না! বাড়িও আসতে চাইছিল না ইউভান।’
রাজ জানিয়েছেন, উল্টো না কি মন খারাপ হয়ে গেছে শুভশ্রীর। ‘ছেলে বড় হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে’, এসবও বলেছেন।
আপাতত রোজ দুই ঘণ্টা করে ক্লাস। প্রথম দিন স্কুল হয়েছে ৯০ মিনিট। এ দিন ছিল সবার সঙ্গে আলাপ-পরিচয়ের দিন। ছেলের স্কুল কেমন লাগল?
শুভশ্রীর কথায়, ‘খুবই ভালো। প্রত্যেক শিক্ষিকা, অন্যান্য কর্মচারীরা সবাই বিনয়ী। কড়া নজর প্রত্যেক বাচ্চার দিকে। পাশাপাশি, নানা ধরনের কার্যক্রম থাকবে ইউভানদের। যার মাধ্যমে দ্রুত সব কিছু শিখবে ওরা। কিন্তু কখনই পড়াশোনা সম্বন্ধে ভীতি তৈরি হবে না।’
এএম/এসএ/