মিসেস ওয়ার্ল্ডে পিয়া বিপাশা

বিবাহিত নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড’। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে ডিসেম্বরে শুরু হবে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এই প্রতিযোগিতার এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা।
মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়া বিপাশার একটি ছবি প্রকাশ করে এমন তথ্য জানানো হয়েছে।
২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় প্রথম অংশ নিয়েছিলেন মুনজারিন মাহবুব অবণী। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে এই আসরে অংশ নিচ্ছেন পিয়া বিপাশা।
এই সুন্দরী প্রতিযোগিতায় এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন বলেও জানা গেছে।
পিয়া প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইকে বিয়ে করেন। বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন এই মডেল অভিনেত্রী।
এএম/এসএ/
