এফ এ সুমনের ইসলামিক গান

জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমনের কণ্ঠে প্রকাশিত হল ইসলামিক গান ‘নবী কামলিওয়ালা’। রাসূল প্রেমের বীজ বুনেছি হৃদয়ে জমিনে, উম্মতের কান্ডারি নবী, হাশরের দিনে’ এমন কথামালায় গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা।
এফ এ সুমনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে এফ এ সুমন বলেন, ইসলামিক গান আমি আগেও করেছি। গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় ‘নবী কামলিওয়ালা’ শিরোনামের এই নাতে রাসূলটি গাইলাম। কোন ধরণের বানিজ্যিক চিন্তা থেকে নয়, মনের গভীরে আল্লাহ’র রাসূল (সা.) এর প্রতি আমার ব্যক্তিগত ভালবাসা ও শ্রদ্ধা থেকেই গানটি করা।
হাবিব মোস্তফা বলেন, রাসূল (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে, তার সুন্নতকে হৃদয় ও কর্মে ধারণ করে জীবনকে কল্যাণকরভাবে সাজানোর আহবান নিয়ে এই গান। আশা করি গানটি সবার ভালো লাগবে।
এএম/এমএমএ/
