ইরানি পরিচালকের সিনেমায় জয়া

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের সিনেমায় কাজ করছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। এতে জয়ার সঙ্গে আছেন রিকিতা নন্দিনী শিমু।
মুর্তজা অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির নাম ‘ফেরেশতে’।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ‘সিএনজি’ নামে সিনেমার অনুমতি পেয়েছে। এতে মুর্তজা অতাশ জমজমের সঙ্গে কাজ করছেন বৈরাম ফজলি, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরালি ও কাভস।
জানা যায়, সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টস এলাকায় চলছে এর শুটিং। সেখানেই জয়া ও শিমু দুজনেই বস্তিতে বসবাসকারীর পোশাকে রিকশায় ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি এই টিম।
এ সম্পর্কে জানতে জয়া আহসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।
উল্লেখ্য, ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম এর আগেও বাংলাদেশে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন-দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ওই সিনেমাটি।
এএম/এমএমএ/
