দেড় বছর পর নাটকে মিম

জনপ্রিয় তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিয়ে ও হানিমুনের জন্য কিছুদিন কাজের বাইরে ছিলেন। এসব পর্ব সেরে এবার কাজে ফিরলেন এ অভিনেত্রী। তবে এটি কোনো সিনেমার কাজ নয়। একটি নাটকে অভিনয়ের মাধ্যমে লাইট ক্যামেরা অ্যাকশনের ভুবনে ফিরলেন তিনি।
সিনেমায় নিয়মিত হলেও নাটকে খুব বেশি দেখা যায় না তাকে। কাজল আরেফিন অমি পরিচালিত ‘হ্যালো বেবি’ নাটকে তাহসান খানের সঙ্গে জুটি বেঁধে সবশেষ তাকে দেখা গিয়েছিল। এটি ২০২০ সালের শেষে প্রচারিত হয়। প্রায় দেড় বছর পর একই জুটি নতুন নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘উই আর হাজব্যান্ড ওয়াইফ’।
সোমবার (১৪ মার্চ) থেকে রাজধানীর পূর্বাচলের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। নাটকটি পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্না।
এ সম্পর্কে মিম বলেন, ‘সব সময় আমি নাটকে কাজ করি না। এক-দুই বছর পরপর বিশেষ দিবস উপলক্ষে দু-একটি কাজ করা হয়। প্রযোজকের অনুরোধে আগামী ঈদুল ফিতরের জন্য এই কাজটি করছি। আর ছোট পর্দায়ও আমার অনেক ভক্ত-দর্শক আছেন। তারা অনেক দিন আমার কাজ দেখেন না। বিশেষ দিনের অনুষ্ঠানমালায় তারাও এই কাজটি দেখার সুযোগ পাবেন।’
এএম/আরএ/
