ঢাকায় আসার দিনক্ষণ বদলালেন পার্নো
ছবি: সংগ্রহ
সরকারি অনুদানে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বিলডাকিনি’। ছবিটিতে জুটি বাঁধছেন ভারতের অভিনেত্রী পার্নো মিত্র ও বাংলাদেশের ভারসেটাইল অভিনেতা মোশাররফ করিম। প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধছেন তারা। কথা ছিল ১২ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং। কিন্তু ওই দিন ঢাকায় আসতে পারছেন না পার্নো। দিনক্ষণ বদলালেন তিনি। তাই তারিখ পিছিয়ে ২০ ডিসেম্বর থেকে শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। পুরো ইউনিট এখন পার্নোর অপেক্ষায় আছেন।
ছবির নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। স্ক্রিপ্ট থেকে শুরু করে লোকেশন নির্বাচন—সব চূড়ান্ত। অভিনয়শিল্পীদের শিডিউল নিয়ে কিছুটা ঝামেলা হচ্ছে। পার্নো মিত্র কলকাতায় যে ছবির শুটিং করছেন, সেটি এখনো শেষ হয়নি। তাই আমাদের শুটিং কয়েক দিন পিছিয়েছে।’
বিদেশি শিল্পীদের বাংলাদেশে শুটিংয়ের জন্য ওয়ার্ক পারমিট নিতে হয়। পার্নো মিত্রের ক্ষেত্রেও সেটি লাগবে। এ প্রক্রিয়া শেষ হতেও কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন ‘বিলডাকিনি’র চিত্রগ্রাহক সাহিল রনি।
নূরুদ্দিন জাহাঙ্গীরের ‘বিলডাকিনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। গ্রামের প্রেক্ষাপট। তাই শুটিংয়ের লোকেশনও নির্বাচন করা হয়েছে রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে।
বাংলাদেশের চলচ্চিত্রে পার্নোর অভিনয় এটাই প্রথম নয়। এর আগেও বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুব' চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।