কানাডায় সেরা পরিচালক সুমিত, সেরা অভিনেত্রী বাঁধন
কাছাকাছি সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত দুটি চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’ ও ‘রেহানা মরিয়ম নূর’। আন্তর্জাতিক অঙ্গনেও অর্জন কম নয়। এই দুটি সিনেমা এবার কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এমআইএসএএফএফ) তিনটি পুরস্কার জয় করেছে।
‘নোনাজলের কাব্য’ সিনেমার পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালক এবং চিত্রগ্রাহক চানানুন চোতরুনগ্রজ পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার। আর আজমেরী হক বাঁধন জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
বিচারকরা ‘নোনাজলের কাব্য’ প্রসঙ্গে বলেছেন, ‘সিনেমাটির অসাধারণ গল্প, চিত্রগ্রহণ, নির্মাণের প্রেক্ষাপট, জলবায়ুসংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা এবং সবার অভিনয় আমাদের মনে দাগ কেটেছে। চানানুন চোতরুনগ্রজ ও রেজওয়ান শাহরিয়ার সুমিত অসম্ভব দুর্গম একটি জায়গার দুর্লভ কিছু চিত্র ধারণ করেছেন।’
বছরের শুরুতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও শ্রেষ্ঠ এশীয় চলচ্চিত্র বিভাগে NETPAC পুরস্কার পেয়েছিল ‘নোনাজলের কাব্য’।
অন্যদিকে সদ্যসমাপ্ত কান চলচ্চিত্র উৎসবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ ইতিহাসে স্থান করে নিয়েছে। এই সিনেমায় অভিনয়ের জন্য ‘এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড’ও জিতে নেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।