সেন্সরে ‘বনলতা’

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক সাইফ খান। অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই দর্শক হৃদয় জয় করেছেন তিনি। এবার সেন্সরে জমা পড়ল সাইফ খান অভিনীত নতুন সিনেমা ‘বনলতা’।
সিনেমাটি গতকাল ১৭ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন এর পরিচালক আলী আজাদ।
এতে সাইফ খানের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া। রোমান্টিক ঘরনার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা।
সিনেমাটি সম্পর্কে সাইফ খান বলেন, ‘একদম পিওর রোমান্টিক গল্পে নির্মিত হয়েছে এ সিনেমা। আমার ও কেয়া জুটিকে আশাকরি দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী।’
উল্লেখ্য, চলতি বছরই ‘বনলতা’ সিনেমা মুক্তি পাবে বলেও জানান পরিচালক আলী আজাদ।
এএম/আরএ/
