আসছে ‘অ্যালেন স্বপন ২’, নতুন ‘বৈয়াম পাখি’ হবেন জেফার!

নাসির উদ্দিন খান ও জেফার। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলিউড সিনেমা ঘরানার চরিত্র অ্যালেন স্বপন প্রথমবার দর্শকদের সামনে আসে ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে, যেখানে নাসির উদ্দিন খানের দারুণ অভিনয় এবং তার চমৎকার সংলাপের জন্য সাড়া ফেলেছিল। এরপর, ২০২৩ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যেখানে রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন।
এবার, দর্শকদের জন্য আবারো ফিরছে জনপ্রিয় এই চরিত্র অ্যালেন স্বপন। নির্মাতা শিহাব শাহীন নিয়ে আসছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’, এবং আবারও অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। এই সিরিজের গানে আসছে নতুন চমক!

নতুন গান ‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশ পেতেই একটি বড় আলোচনা উঠে এসেছে। জানা গেছে, এই গানে কণ্ঠ দিয়েছেন আলোচিত গায়িকা জেফার রহমান। তবে, জেফার নিজেই জানিয়েছেন, তিনি নতুন বৈয়াম পাখি চরিত্রে অভিনয় করছেন না। সিরিজে তার চরিত্র কী হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আসন্ন ঈদুল ফিতরের পর, যখন সিরিজটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।
গানটির ২.০ ভার্সনে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন নাসির উদ্দিন খান এবং জেফার রহমান। ২০২৩ সালের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন এটি, যেখানে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নাসির উদ্দিন খান। গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান এবং শেখ কোরাশানী, এবং সুরও করেছেন খৈয়াম শানু সন্ধি।

জেফার গানটি সম্পর্কে বলেন, “এটি একটি গ্যাংস্টারের কণ্ঠের গান, যেখানে বেপরোয়া ভাব ফুটে উঠেছিল। এবার একজন নারী চরিত্র এসে তাকে চ্যালেঞ্জ করছে, এবং এটি আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল।” ভিডিওটি স্টপ মোশন অ্যানিমেশন এবং টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা গানের সঙ্গে দর্শকদের আরও বেশি আনন্দ দেবে বলে মনে করেন তিনি।
এদিকে, জেফার তার অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি একদম ভাবিনি। ইন্টারেস্টিং চরিত্র পেলে আমি অভিনয়ে আগ্রহী।” এর আগেও তিনি চরকির ‘মনোগামী’ ফিল্মে অভিনয় করেছেন, তবে এটি তার প্রথম চরকির অরিজিনাল সিরিজে অভিনয়।
দর্শকরা এখন অপেক্ষা করছেন, জেফার আসলে কী চরিত্রে হাজির হবেন এবং নতুন ‘বৈয়াম পাখি ২.০’ গানটি সিরিজের পরিপূরক হিসেবে কেমন প্রভাব ফেলবে।
