মৃত্যুর আগে এক নারী ভক্ত সঞ্জয়ের নামে লিখে দেন ৭২ কোটি টাকার সম্পত্তি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, (ইনসেটে) সম্পত্তি লিখে দেওয়া নারী ভক্ত নিশা পাতিল। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, যিনি তার দীর্ঘ ক্যারিয়ারে ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, একসময় ‘চকোলেট বয়’ হিসেবে অসংখ্য নারী ভক্তের হৃদয় জয় করেছিলেন। তার অসংখ্য অনুরাগীর মধ্য থেকে এক নারীর বিস্ময়কর কাণ্ড সম্প্রতি আলোচনায় এসেছে, যা শুনে অবাক হয়েছেন অনেকেই।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ২০১৮ সালে নিশা পাতিল নামে এক নারী ভক্ত মৃত্যুর আগে তার ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে উইল করে যান। এমনকি তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও চিঠি লিখে তার সকল সম্পদ অভিনেতাকে হস্তান্তরের নির্দেশ দেন।
এই খবর পাওয়ার পর সঞ্জয় দত্ত হতবাক হয়ে যান। তিনি নিশাকে ব্যক্তিগতভাবে চিনতেন না, এমনকি কখনো তাদের দেখা হয়নি। ফলে ভক্তের এমন পাগলাপ্রসূত ভালোবাসার প্রকাশ দেখে বিস্মিত হলেও তিনি ওই সম্পত্তি গ্রহণে অসম্মতি জানান।
![](https://admin.dhakaprokash24.com/media/content/images/2025February/dhaka-prokah-news-13-20250209222625.jpg)
এই প্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেন, "আমি সত্যিই অভিভূত। কিন্তু আমি কোনো দাবি করব না। কারণ, আমি নিশাকে চিনতাম না এবং এই ঘটনা নিয়ে কথা বলাও আমার জন্য কঠিন।"
তার আইনজীবী নিশ্চিত করেছেন যে, সঞ্জয় দত্ত সম্পত্তির ওপর কোনো অধিকার দাবি করবেন না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তিটি নিশার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।
প্রসঙ্গত, সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার সম্পত্তির মালিক। তিনি প্রতি সিনেমায় ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়াও, মুম্বাই ও দুবাইতে তার বিলাসবহুল বাড়ি, একাধিক গাড়ি, একটি হুইস্কি ব্র্যান্ড এবং একটি ক্রিকেট দলের সহ-মালিকানা রয়েছে। বর্তমানে তিনি বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও কাজ করছেন।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)