বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

শাকিবের 'প্রিয়তমা' ইধিকার জীবনে প্রেমের নতুন অধ্যায়?

অভিনেত্রী ইধিকা পাল। ছবি: সংগৃহীত

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমাতেই সবার নজর কাড়েন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন। ঢালিউডের পর টলিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমাও ব্লকবাস্টার এই নায়িকার।

এ দিকে ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমন একটা কাটাছেঁড়া না হলেও জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও নানান কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে। অভিনেত্রী প্রেম নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গেই এখন বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন তারা। তবে তাদের কিছু বন্ধু-বান্ধবও ছিলেন।

সেখানে দুজনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানান গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। এরপর থেকেই অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা?

এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিছুদিন আগে অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল তার নাম। তারও আগে, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল। যদিও এ বিষয়ে কখনও কথা বলেননি তারা কেউই। এবার নতুন প্রেমের গুঞ্জনে তথাগত ঘোষের সঙ্গে নাম জড়ালো ইধিকার। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে রিন্টু (৩০) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকনাথপুর গ্রামের মোছেক আলীর ছেলে রিন্টু জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের পাশে দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ লাইনের তারে তার পা লেগে যায়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তার সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Header Ad
Header Ad

পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: সংগৃহীত

অবশেষে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে এক বিশেষ সভায় এ প্রার্থী নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

আগে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাতেন খানকে ঘোষণা করা হয়েছিল। তবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের পর এই আসনে প্রার্থী হিসেবে প্রথমে মোমেনকেই প্রস্তাব করা হয়েছিল। পরে নানা কারণে আব্দুল বাসেত খানকে প্রার্থী করা হলেও আবারও মোমেনের নাম ঘোষণা করা হলো।

রফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, “মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুর পর তার পরিবারের কেউ দেশে থাকতে পারেননি, তাই এই আসনে প্রার্থী হিসেবে আব্দুল বাসেত খানকে মনোনীত করা হয়েছিল। তবে এখন দলের ভবিষ্যতের জন্য প্রার্থী হিসেবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকেই চূড়ান্ত করা হয়েছে।”

এদিকে, জামায়াতে ইসলামীর এই নতুন সিদ্ধান্তের ফলে পাবনা-১ আসনে দলের প্রার্থী নিয়ে যেসব ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল তা পরিষ্কার হলো।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ২০১০ সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরবর্তীতে ২০১৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৬ সালে তার বাবা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তিনি রাজনৈতিক চাপের কারণে দেশত্যাগ করেন এবং লন্ডনে বসবাস শুরু করেন।

এছাড়া, মোমেনের পরিবারে রয়েছে তার ৫ ভাই-বোন, যেখানে বড় ভাই ড. নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক, আর মোমেনের জমজ ভাই ডা. নাঈম খালেদ যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দিরে এই সপ্তাহে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। মন্দিরের দেয়ালে গ্রাফিতি করে লেখা হয় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘৃণাত্মক বার্তা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার (৯ মার্চ) সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু মন্দিরে ভাঙচুরের এবং চরম বর্বরতার খবর পেয়েছি। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। নেপথ্যে এই ঘটনার সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে। এই মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার আবেদন জানাচ্ছি।’

এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এদিন বিএপিএস পাবলিক অ্যাফেয়ারস জানায়, ‘আরেকটি মন্দিরে অপবিত্রতা ছড়ানো হলো। ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণা প্রদর্শনের চরম বিরোধিতা করছি। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মাটিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণাকে আমরা কখনোই শিকড়ে গাঁথতে দেব না।’

এতে আরও বলা হয়েছে, ‘আমাদের সাধারণ মানবিকতা, বিশ্বাস নিশ্চিত করবে যাতে শান্তি-করুণা বিরাজ করতে পারে সর্বত্র।’ যদিও এখনও পর্যন্ত চিনো হিলস পুলিশ প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি।

 

এর আগে, গত বছর সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার স্যাক্রেমেন্টোতেও একই ঘটনা ঘটেছিল। মন্দিরের গায়ে ঘৃণাসূচক মন্তব্য লিখে রাখা হয়েছিল। বার্তা লেখা ছিল, ‘হিন্দুজ গো ব্যাক’।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!
শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
লাকিকে গ্রেফতারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল
সারাদেশে বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
আম্মার ভয়ে প্রেম করিনি, এখন আম্মাই বলে, তুমি খুঁজে আনো
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন: পুলিশ
বাম্পার ফলনেও লোকসানের মুখে আলুচাষীরা
জাতীয় নাগরিক পার্টি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন ফারুক
যমুনায় যাওয়ার চেষ্টা, শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ
পাঁচ দফা দাবিতে দেশজুড়ে ধর্মঘটে চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি
৩ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আতিকুল-মহিবুল
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর অনেক এলাকায়