বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে তারকার মেলা
ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাই ভিত্তিক কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী এবং তার ছেলে কংগ্রেস বিধায়ক জিসান বাবা সিদ্দিকী প্রতিবছরই রমজানে ইফতার পার্টির আয়োজন করেন। বাণিজ্য নগরী মুম্বাইতে সিদ্দিকী পরিবারের জমকালো এই পার্টি অন্য মাত্রা পায়। প্রতিবারই এই প্রভাবশালীর ইফতারের আসরে ভিড় জমান বলিউডের তাবড়-তাবড় সব তারকারা। এবারও চাঁদের হাট বসল বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে।
রবিবার (২৪ মার্চ) আয়োজিত এই ইফতার পার্টিতে হাজির ছিলেন সালমান খান থেকে শুরু করে ক্যাটরিনা, প্রীতি জিনতা, শিল্পা শেঠি, পূজা হেগড়ে, ইমরান হাশমিসহ বর্তমান প্রজন্মের সব তারকারা।
এদিনের পার্টিতে সালমানের পাশাপাশি ইউলিয়ার নাম চর্চিত হওয়ার মূল কারণ এই রোমানিয়ান সুন্দরীর সঙ্গে কয়েক বছর ধরেই সালমান প্রেমের গুঞ্জন উঠেছিল। যদিও চর্চিত এই প্রেমের ভাঙ্গনে সুর ভাসছে কিছু দিন ধরে। শাহীন জাফরি থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই থেকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমানের প্রেমের খবর কারও অজানা নয়, তবে থিতু হয়নি কোনটাই।
ক্যাটরিনার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরই রোমানিয়ান সংগীতশিল্পী তথা অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা নজরে আসে। কিন্তু এই সম্পর্কেও নাকি এখন ভাঙ্গন ধরেছে।
মূলত মাসখানেক আগে সেলিব্রিটি ক্রিকেট লিগের ওপেনিং উইকএন্ডে দুবাইতে সালমান-ইউলিয়ার সেই দূরত্ব অন-ক্যামেরা ধরা পড়েছিল। ঠিক তেমনই বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতেও পাশাপাশি দেখা যায়নি দুজনকে।