ঘর ভাঙছে জেসন মোমোয়া-লিসা বোনেটের
ছবি: সংগৃহীত
অবশেষে চূড়ান্ত বিচ্ছেদের পথেই পা বাড়ালেন হলিউড অভিনেতা জেসন মোমোয়া ও তাঁর স্ত্রী অভিনেত্রী লিসা বোনেট। দুই বছর আগেই আলাদা হয়ে যাওয়া এই সাবেক দম্পতি এখন আইনত বিচ্ছেদের জন্য তৈরি। বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন লিসা বোনেট।
আবেদনে তাদের বিচ্ছেদের তারিখ লেখা হয়েছে ২০২০ সালের ৭ অক্টোবর, যা তাদের বিচ্ছেদ ঘোষণার এক বছরেরও বেশি আগে। আইন অনুসারে, তাদের ডিভোর্স ঘোষণা করতে অন্তত ছয় মাস সময় লাগবে।
বিচ্ছেদের কারণ হিসেবে তাদের মতের অমিল ও জীবনযাপনের পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে যে কোনো ব্যক্তিরই আর্থিক সহায়তার প্রয়োজন নেই এবং কীভাবে তাদের সম্পদ ভাগ করতে হবে, সে বিষয়ে উভয়েই সম্মত হয়েছেন।
আবেদনে লিসা তাদের ১৬ বছর বয়সী মেয়ে এবং ১৫ বছরের ছেলের যৌথ হেফাজত দেয়ার জন্য অনুরোধ করেছেন।
২০০৫ সালে মোমোয়ার সঙ্গে লিসার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব ও প্রেম। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেন দুজন। এটি মোমোয়ার জন্য প্রথম এবং বোনেটের দ্বিতীয় বিয়ে ছিল। বোনেট এর আগে সংগীতশিল্পী লেনি ক্রাভিটজকে বিয়ে করেছিলেন এবং ওই সময়ের একটি কন্যাও রয়েছে অভিনেত্রীর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া