শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

পপির সঙ্গে বিয়ে-সন্তান নিয়ে যা বললেন কথিত স্বামী আদনান কামাল

নায়িকা পপি ও তার কথিত স্বামী আদনান কামাল। ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর ধরে অন্তরালে রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল বিয়ে করে সংসার করছেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) কয়েকটি সংবাদমাধ্যমে উঠে আসে আদনান কামাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন পপি। সেই সংসারে দুই বছর বয়সী এক সন্তানও রয়েছে। নাম আয়াত।

এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে, তখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি চিত্রনায়িকার। তবে বুধবার (১৩ ডিসেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার কথিত স্বামী আদনান কামাল। তিনি জানিয়েছেন, পপি তাদের পারিবারিক বন্ধু। তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না। হয়তো কেউ ষড়যন্ত্র করে এমনটা ছড়াচ্ছে।

এ প্রসঙ্গে ব্যবসায়ী বলেন, গতকাল আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। এ নিয়ে আমি খুবই বিরক্ত। এমনভাবে আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি যেন রিমান্ডে রয়েছি। আবার এমনটাও লেখা হয়েছে যে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ফোন বন্ধ পাওয়া গেছে আমার। আসলে এসব করে আমাকে রীতিমত ভাইরাল করে দিয়েছে। অবশ্য বিষয়টি আমার ওয়াইফ বেশ উপভোগ করছে।

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি

 

আদনান কামাল জানান, তিনি পুরান ঢাকার ছেলে। মানুষের মান-সম্মান অনেক বড় বিষয়। কাউকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না। যেই সাংবাদিক এভাবে লিখেছেন তাকে বকাও দেবেন না তিনি। তাকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়ে সাংবাদিক বানিয়েছেন তার মা-বাবা। তিনি (সাংবাদিক) সম্মানজনক একটি পেশায় রয়েছেন।

নায়িকা পপি ও তার কথিত স্বামী আদনান কামাল।

ব্যবসায়ী আদনান কামাল বলেন, তবে ওই সাংবাদিক না বুঝে এভাবে লিখতে পারেন না। আবার নিশ্চিত না হয়ে ছবি দেয়াও উচিত নয়। এই পুরো ব্যাপারে খুবই সারপ্রাইজড আমি। কিন্তু এ ধরনের নিউজ নিয়ে পড়ে থাকলে চলবে না আমার। সবাইকে বলব, আপনারা জেনে তবেই লিখুন। আর যদি না জেনেও লিখতে চান, তাহলেও লিখুন। তবে খারাপ লাগছে এ জন্য যে, আপনারা আমার তিন সন্তান নিয়ে লিখছেন যা খুবই কষ্টকর।

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপির সঙ্গে তাকে জড়িয়ে কথা হওয়ার কারণ হিসেবে এ ব্যবসায়ী বলেন, পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু। আমার স্ত্রীর বড় বোনের ফ্রেন্ড। ২০১৮ সালে পপি ম্যাডাম আমার ছোটবোনের বিয়েতেও এসেছিলেন। গায়েহলুদের অনুষ্ঠান এবং আমাদের শো-ও করেছেন। বলিউড তারকা শাহরুখ খানও তো নাচেন, তাই বলে কি ওই মেয়ের সঙ্গে শাহরুখ খানের বিয়ে হয়। আমরা ঢাকাইয়া মানুষ। খাওয়া-দাওয়ার মানুষ, কেউ এলে তাকে খাওন-দাওন না করে ছেড়ে দেই না।

তিনি বলেন, এখন সবাই যদি আমাদের পারিবারিক সম্পর্ক নিয়ে কিছু বলে, কী বলব? আমি আমার স্ত্রীকেও বলেছি, তাদের সঙ্গে পপির পরিচয় কবে থাকে। সে জানিয়েছে ২০০৪ থেকে তাদের পরিচয়। ওই সময় তো আমার বিয়েও হয়নি। আমি বিয়ে করেছি ২০১১ সালে। আর পপি ম্যাডাম কি কোথাও বলেছেন যে, আমি তার হাজব্যান্ড। তার সঙ্গে পারিবারিক বন্ধুত্বের কারণে সাক্ষাৎ হয়ে থাকে। সে আমাদের বাড়িতে এসেছে, আমরাও তার বাড়িতে গেছি। কিন্তু এভাবে বিষয়টি বিয়ে পর্যন্ত নেয়ার মানেই হয় না।

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি

 

এছাড়া সবশেষ আয়াত নামের সন্তান থাকার ব্যাপারে আদনান কামাল বলেন, এটা মিথ্যা কথা। আমার তিন সন্তান। বড় মেয়ে আদিবা, ছোট মেয়ে আজরীন ও ছেলে আলভী। আমাকে মনে হয় সমাজে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষ ব্যবসায়ীরা এসব কাজ করছেন। তিন-চারজনকে সন্দেহ করছি। নিশ্চিত হয়ে তবেই তাদের নাম বলতে চাই আমি।

উল্লেখ্য, বিগত ৩ বছর ধরে নিজেকে আড়াল করে রেখেছেন চিত্রনায়িকা পপি। হঠাৎ করেই এই নায়িকার অন্তরালে চলে যাওয়া নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। যদিও সেসবের কোনো উত্তর মেলেনি। একাধিকবার তার বিয়ে ও সন্তানের খবর নিয়ে সংবাদ প্রচার হলেও পপি বরাবরই থেকে গেছেন নীরব।

Header Ad
Header Ad

শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা

ছবি: সংগৃহীত

গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও ফাইনালে জায়গা করে নিয়েছে। দলটির মালিক মো. মিজানুর রহমান আগেই ঘোষণা দিয়েছিলেন, শিরোপা জিতলে পুরো দল ও ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন। যদিও গতবার এটি সম্ভব হয়নি, তবে এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করছেন তারা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে চিটাগং কিংসের মুখোমুখি হবে বরিশাল। ট্রফি জিতলে এবার লঞ্চযাত্রা নিশ্চিত করতে চান অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতবার যেতে পারিনি, কিন্তু এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাব।”

বরিশালের সমর্থকদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে তামিম বলেন, “আমরা খুবই ভাগ্যবান যে বরিশালের হয়ে খেলতে পারছি। বিপিএলে প্রতিটি দলের আলাদা সমর্থক গোষ্ঠী রয়েছে, আর বরিশাল সেই জায়গায় সফলভাবে নিজেদের জায়গা করে নিয়েছে। যেখানেই ম্যাচ হোক, বরিশালের দর্শক সবসময় আমাদের পাশে থাকে।”

শিরোপার লড়াই নিয়ে আত্মবিশ্বাসী বরিশালের অধিনায়ক বলেন, “ট্রফি এমন এক জিনিস, যারা পাঁচবার জিতেছে, তারাও আবার চায়। আমরাও চাই ছয়বার জিততে। প্রতিপক্ষও দুর্দান্ত দল, খুলনা শেষদিকে শক্তিশালী হয়েছে। ফাইনাল ম্যাচে নির্দিষ্ট দিনে সেরা পারফরম্যান্স করাই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরিকল্পনা ধরে রাখবো এবং সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো।”

তামিম নিজে চট্টগ্রামের ছেলে হওয়ায় এই ফাইনালে চট্টগ্রামের সমর্থকরা কাকে সমর্থন করবেন, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে এ নিয়ে কোনো সংশয় নেই তামিমের, তিনি বলেন, “চট্টগ্রামের মানুষ চিটাগং কিংসকেই সমর্থন করুক, আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে।”

এবারের বিপিএল ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বরিশাল কি পারবে লঞ্চভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন করতে, নাকি চট্টগ্রাম শিরোপা হাতছাড়া করবে-সেটি জানা যাবে শুক্রবার রাতে।

Header Ad
Header Ad

থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করার পরপরই তা ডিলিট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার ৩৫ মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS নামক ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করা হয়। তবে ১২টা ৪৯ মিনিটের মধ্যে সেটি মুছে ফেলা হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এ প্রসঙ্গে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, থানার ফেসবুক আইডি থেকে ভিডিও শেয়ার হওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, "এই আইডিটি আমি দায়িত্ব নেওয়ার আগেই তৈরি করা হয়েছিল। ভিডিওটি শেয়ার হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, পোস্টটি ডিলিট করার পর থানার পক্ষ থেকে ফেসবুক পেইজে একটি লিখিত বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, ভিডিওটি শেয়ার হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকতে পারে। তবে এটি পুরোপুরি অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি জানার পরপরই তা দ্রুত ডিলিট করা হয়েছে।

সিঙ্গাইর থানা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Header Ad
Header Ad

দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমসহ তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা
থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট
দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
৩২ নম্বরে হামলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা
দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না, একসময় খুনিও ভাড়া হয়েছিল: পপি
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে: বিএনপি নেতা হাফিজ উদ্দিন
৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা
নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!
শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন