সোনু নিগামের বিরুদ্ধে গান নকলের অভিযোগ
সোনু নিগাম ও ওমার নাদিম। ছবি: সংগৃহীত
এবার গুরুতর অভিযোগ উঠেছে গায়ক, সঙ্গীত পরিচালক ও অভিনেতা সোনু নিগামের বিরুদ্ধে। পাকিস্তানের একজন গায়ক ও সঙ্গীতকার ওমার নাদিম দাবি করেছেন, তার একটি গান নকল করেছেন সোনু।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন নাদিম। সেখানে তিনি দাবি করেন, সোনু তার ‘অ্যায় খুদা’ গানের নকল করেছেন। এ বিষয়টি স্বীকার করে নিতে সোনুর প্রতি আহ্বানও জানান এই পাকিস্তানি গায়ক।
পোস্টে নাদিম লেখেন, আপনাকে এটা করতে হলে সুক্ষ্মভাবে করতে হতো। আমি সোনু নিগামের অনেক বড় ভক্ত। কিন্তু সত্যটা হচ্ছে, এটা আসলটার চেয়ে আলোকবর্ষ দূরে।
সম্প্রতি টি-সিরিজের ব্যানারে ‘সুন জারা’ গানটি বের হয়। গানটিতে ‘অ্যায় খুদা’র পুরো সুর নকল করা হয়। তবে টেম্পো ও ট্রামে একটু কম-বেশি করা হয়।
গত ২ ডিসেম্বর মুক্তি পাওয়া এই মিউজিক ভিডিওটি ইতোমধ্যে ১৯ লাখ বার দেখা হয়েছে। কিন্তু নাদিমের গাওয়া গানটি ইউটিউবে ৫ লাখ ৩৭ হাজার বার দেখা হয়েছে। ইমেজেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে নাদিম বলেন, একবার কোনো একটি গান মুক্তি পেলে, আর ফেরার সুযোগ নেই। কিন্তু যদি একটু ক্রেডিট দিতো, তাহলে কী ক্ষতি হতো। এটা কেবল ভালোবাসা ও শ্রদ্ধা দেখানোর ব্যাপার। যেখান থেকে এর শুরুটা হয়েছে।
এই গায়ক আরও বলেন, ২০০৯ সালে গানটি মুক্তি পেয়েছিল। তখন এটি যুক্তরাজ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। গানটি কেবল পাকিস্তানি ভক্তই নয়, সীমান্তের ওপারে সাড়া ফেলেছিল। এই গানের কারণেই আমার ফেসবুক পেজে উল্লেখযোগ্য পরিমাণ অনুসারী পেয়েছি।