ঢাকায় এসে বিপদে ইমন, সাহায্য চাইছেন ফেসবুকে
ছবি:সংগৃহীত
আজ (রোববার)দুপুরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে বিশ্বকাপের ফাইনাল আসর । অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ভারত। যে ম্যাচকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে পুরো ভারতজুড়েই। একে তো এদিন দেশটিতে সাপ্তাহিক ছুটি, অন্যদিকে বিশ্বকাপের ফাইনাল। সব মিলিয়ে দর্শকরাও আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন ফাইনাল ম্যাচ জমিয়ে উপভোগ করবেন বলে।
তবে এর মধ্যেই যেন বিপাকে পড়েছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। বর্তমানে কোনো এক শো-এর কারণে ঢাকায় অবস্থান করছেন তিনি। সেখান থেকেই জানালেন, মুঠোফোনে যে অ্যাপের মাধ্যমে লাইভ ক্রিকেট খেলা দেখা যায়, সেই অ্যাপটি চলছে না।
এক ফেসবুক স্ট্যাটাসে সাহায্য চেয়ে এই গায়িকা লিখেছেন, ‘ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে বিশ্বকাপ দেখব। কেউ কোনও পরামর্শ দাও।’
ইমনের সেই পোস্টেও অনেকেই মন্তব্য করে গায়িকাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। কেউ টিভিতে খেলা দেখতে বলেছেন, কেউ বা বাংলাদেশি কিছু অ্যাপ নামিয়ে ইনস্টল করে ব্যবহার করতে বলেছেন। সেই সাথে নায়িকাকে দুশ্চিন্তা না করারও পরামর্শ দিয়েছেন ভক্তরা।
ইমনকে যারা অনুসরণ করেন তারা জানেন, সুযোগ পেলেই মাঠে গিয়ে খেলা দেখতে হাজির হন এই গায়িকা। যদিও এবার নিজের ব্যস্ততার কারণে ফাইনালের দিন গ্যালারিতে উপস্থিত হতে পারবেন না তিনি।