ফারুকের মৃত্যুতে ফেসবুক যেন শোক বই!
খ্যাতিমান চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শোকের তীব্রতা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। শোকে ফেসবুক যেন হয়ে ওঠেছে শোকবই। শোবিজ তারকাদের পাশাপাশি ফারুকের ভক্ত অনুরাগীরাও জানিয়েছে এই কিংবদন্তি নায়কের প্রতি শোক।
চিত্রনায়িকা অঞ্জনা ফেসবুকে ফারুকের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখেন, 'অপার শ্রদ্ধা হে মহান চিত্রনায়ক ফারুক ভাই ও আমি ‘ভাগ্যলক্ষ্মী’ চলচ্চিত্রের অনবদ্য একটি দৃশপটে।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে শোক জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের আপামর মানুষ, চলচ্চিত্র জগৎ আজ স্তব্ধ। এক অমলিন শোকের ছায়া সিনেমাপ্রেমীদের মাঝে। ফারুক ভাই চলে গেলেন। আকবর হোসেন পাঠান ফারুক, নাম টাই তো যথেষ্ট, নায়ক, মুক্তিযোদ্ধা, সাংসদ, তার অবদানের পূর্ণতা তার জীবনের মতোই উজ্জ্বল। সেই উজ্জ্বলতাতেই তাকে মনে রাখব। জীবনের ওপারে, অসংখ্য কর্মে তার এক নতুন জীবন। মনের মণিকোঠায় থেকে যাবেন তিনি।’
চিত্রনায়ক ফেরদৌস শোক প্রকাশ করে ফারুকের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেন, 'আমাদের ছেড়ে চলে গেলেন? আর আপনাকে এভাবে জড়িয়ে ধরে হাসতে পারব না, স্পর্শ করতে পারব না, কথা বলতে পারব না, আপনার কণ্ঠস্বর শুনতে পারব না। আপনার প্রয়ানে আমাদের চলচ্চিত্রে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা আর কোনোদিন পূরণ হবে না, আমরা একজন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হারালাম, আমাদের একজন অভিভাবক হারালাম। ফারুক ভাই আমাদের প্রিয় মিয়া ভাই আপনি এই পৃথিবীর সব মায়া ছেড়ে চলে গেলেও আপনি আজীবন থাকবেন আমাদের অন্তরে, শ্রদ্ধায়, ভালোবাসায় আর দোয়ায়..আমীন’।
অভিনেতা মিশা সওদাগরের শোকবার্তা প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘বিদায় মিয়াভাই’। আজ সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন। আমিন।’
অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘বিদায় নায়ক ফারুক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি হোক।’
অভিনেত্রী তারিন জাহান লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ঘণ্টা দুয়েক আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভাই।’
চিত্রনায়ক রিয়াজ লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের মিয়াভাইখ্যাত, তুমুল জনপ্রিয় নায়ক ফারুক ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে স্তব্ধ হয়ে থাকলাম কিছুক্ষণ। মৃত্যু অনিবার্য, তবু মৃত্যু আমার ভালো লাগে না। এই সংবাদটি শুনলেই মন বিবশ হয়ে যায়। যে মানুষটি মৃত্যুবরণ করেন, হাজার চেষ্টা করলেও তার সঙ্গে আর কোনো দিন কথা বলা যাবে না। পৃথিবীর কোনো প্রযুক্তির মাধ্যমেও আর জানা যাবে না-মানুষটি কেমন আছেন! কী ভীষণ অসহায় আমরা মৃত্যুর কাছে।’
বিজরী বরকতুল্লাহ লেখেন, ‘কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা নায়ক ফারুক সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাত দান করুন, আমিন।’
চিত্রনায়ক অনন্ত জলিল লিখেছেন, ‘প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রাখা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (আমাদের ফারুক ভাই)। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
চিত্রনায়ক জায়েদ খান ফারুকের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, 'এতক্ষণ কিছু লিখিনি। কারণ মনে হয়েছে আপনি বেঁচে আছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কথা ছিল না। বলেছিলেন-জায়েদ আসতেছি, আড্ডা হবে। এখনো বিশ্বাস হচ্ছে না আপনি নেই।’
চিত্রনায়ক সাইমন সাদিক কয়েকটি কান্নার ইমোজি জুড়ে দিয়ে লিখেন, ‘ ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। ভালো থাকবেন স্যার।’
এএম/এমএমএ/