ক্ষ্যাপার দলের ‘টাকার গান’
ব্যান্ড ক্ষ্যাপার দল গতানুগতিকতার বাইরে ভিন্ন স্বাদের গান উপহার দিচ্ছে শ্রোতাদের। সেই ধারাবাহিকতায় এবার ঈদ উপলক্ষে নতুন একটি গান প্রকাশ করল ব্যান্ডটি। প্রসেনজিৎ ওঝার কথায় ‘টাকার গান’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ-সুর দিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য সুমন কল্যাণ।
এ প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘প্রসেনজিৎ ওঝা লিরিক দিতেই আমরা বসে সুর করে ফেলি। গানটির কথাগুলো সময়োপযোগী। আমার মনে হয়েছে, এই গান সময়ের গল্প বলবে। আজকাল এমন অবস্থা হয়েছে যে, টাকার জন্য অনেকেই নিজের আসল চেহারা প্রদর্শন করে থাকে। নীতি নৈতিকতা বিসর্জন দেয়। এসবই তুলে আনা হয়েছে গানে।’
এ প্রসঙ্গে প্রসেনজিৎ ওঝা বলেন, ‘ক্ষ্যাপার দল খুব ভালো গান করছে। গানটি ভালো লাগলে আমাদের সৃষ্টিগুলো শান্তি পাবে। আমাদের প্রত্যাশা এই গানটি সবার গ্রহণযোগ্যতা অর্জন করবে।’
এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি নির্মাণ করেছে প্রোটিউন টিম।
ক্ষ্যাপার দল ব্যান্ডটিতে গায়ক সুমন কল্যাণ নিজেই কিবোর্ডে সামলান। ড্রামসে মান্নান সোহেল। গিটারে রাজীব ঘোষ ও দানেশ।
এএম/এসজি