মিলছে ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার অগ্রিম টিকেট

বলিউডের সুপারস্টার নায়ক সালমান খান ঘোষণা করেছেন, তার ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি অগ্রিম টিকেট বুক করতে পারবেন দর্শকরা। শুক্রবার (২১ এপ্রিল) এই ছবিটি মুক্তি পাবে।
এতে সালমানের সঙ্গে আছেন পূজা হেগ, শেহনাজ গ্রিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগাম, রাঘব যুগল, জেসি গিল ও ভিনালি ভাটনগর।
সালমান তার ছবিটির টিকিট অগ্রীম বুকিং শুরুর কথা ঘোষণা দিয়ে নিজের ভক্ত ও দর্শকদের পরিবার নিয়ে ছবিটি দেখতে অনুরোধ করেছেন।
‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার পরিচালক ফরহাদ সামজি। এই সিনেমা দিয়ে চার বছর পর হলে ফিরলেন সালমান খান।
সদ্য়ই মুক্তি পেয়েছে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর ট্রেলার। আর তারপর থেকেই চড়ছে উন্মাদনার পারদ। জানা যাচ্ছে, বিদেশে এই ছবির টিকিটের আগাম বুকিং শুরু হয়ে গেছে ইতিমধ্য়েই।
সালমানের এর পরে যে সিনেমা আসবে তার নাম ‘টাইগার ৩’। সিনেমাটিতে নায়িকা হিসেবে আছেন ক্যাটরিনা কাইফ।
ওএফএস/আরএ/
