পরীর মাতৃত্বের গল্প মমতাজের কণ্ঠে
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। নারী দিবস উপলক্ষে পরী অভিনীত সিনেমা ‘মা’ ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে। ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর বিশেষ গান ‘সোনার কাঠি রুপার কাঠি জাদুর কাঠি রে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার লেখা এ গানের সুর করেছেন মাহাদী ও মুনতাসির। কম্পোজিশনে মুনতাসির।
এই গানটিতে ‘মা’ পরীর মাতৃত্বের গল্পের বিভিন্ন অংশ উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন আচার পালনেও দেখা গেছে অভিনেত্রীকে।
এই সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। সিনেমাটি নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। ইতিমধ্যে শুরু হয়েছে প্রচারের কাজ।
সিনেমার গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে।
অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে পরীমনি ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।
এএম/এমএমএ/