অস্কারে ‘দ্য লিটল মারমেইড’, আসছে ২৬ মে
শিশুদের বিনোদন ভুবনের কারিগর ‘ডিজনি’র রূপকথার রাজা হ্যান্স ক্রিশ্চিয়ান এন্দারসেনের বিশ্বখ্যাত ‘দ্যা লিটল মারমেইড’ অবলম্বনে আবার বানানো অ্যানিমেশন ছবি ‘দ্যা লিটল মারমেইড’র ট্রেলার হলিউডের অস্কার পুরস্কার অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে।
প্রধান দুই চরিত্র কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালে বেইলি ও সাদা অভিনেত্রী মেলিসা ম্যাককার্তি তাদের ছবির বিজ্ঞাপনের আগে সারা বিশ্বের সবচেয়ে বড় সিনেমা জগতের কলাকুশলীদের সামনে উপস্থিত হয়েছেন।
ছবিতে ‘এয়ারটেল’ নামের বেইলির পানির নীচের জগতের খন্ডিত চিত্র প্রদর্শিত হয়েছে। তার অনুরাগ ‘প্রিন্স এরিক’রূপী ইংরেজ অভিনেতা জোনাহ হাওয়ার-কিংয়ের প্রতিও প্রদর্শিত হয়েছে।
টিজারে দি লিটল মারমেইডের বিখ্যাত গান ‘পার্ট অব ইউর ওয়াল্ড’ ও ‘কিস দ্যা গার্ল’ দশকদের সামনে হাজির করা হয়েছে।
এর আগে ১৯৮৯ সালেও ডিজনি ‘দ্যা লিটল মারমেইড’ প্রযোজনা করেছে। এবারের ছবিটি তার লাইভ অ্যাকশন ভার্সন। আগের ছবিটি দুটি অস্কার জয় করেছিল। একটি হলো ‘আন্ডার দ্যা সি’ গানের জন্য ‘বেষ্ট অরিজিনাল সং’ ও ‘বেস্ট অরিজিনাল স্কোর’ বা ‘সেরা সত্যিকারের টাকা পাওয়ার হিসাব নিয়ে আসা বিভাগ’-এ। মানে ছবিটি সবচেয়ে ভালোভাবে টাকা নিয়ে এসেছে।
‘দ্যা লিটল মারমেইড’ নামের নতুন ছবিটি ২৬ মে সিনেমা হল, তাদের ডিজনি+ ও অন্যান্য প্রদর্শন মাধ্যমে মুক্তি দেবে ‘দ্যা ওয়াল্ট ডিজনি কোম্পানি’।
ওএফএস/এএস