সেরা রূপান্তরিত চলচ্চিত্রকারের অস্কার পেলেন সারাহ পলি
নারী চলচ্চিত্রকার সারাহ পলি ‘বেস্ট অ্যাডাপটেড স্ত্রিনপ্লে’ বা ‘সেরা রূপান্তরিত সিনেমা’ বিভাগের অস্কার জয় করেছেন। তার ছবিটি হলো ‘উইমেন টকিং’। কানাডিয়ান নয়টি বইয়ের লেখিকা মিরিয়াম টেইজের বিখ্যাত একই নামের বইটিকে তিনি ছবিতে রূপদান করেছেন।
এই উপন্যাসটি একটি ভিন্ন ধর্মীয় উপনিবেশের মধ্যে একদল মেনোনাইট নারীর কাহিনী। মেট্রো-গোল্ডউইন-মেয়ার স্টুডিওজ ইনকরপোরেশন বা এম.জি.এম. নামে খ্যাত মার্কিন টিভি ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সারাহ পলির ‘উইমেন টকিং’র প্রযোজক।
তিনি নিজেই তার ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন। তিনি মিরিয়াম টেইজের মেনোনাইটদের বইটি ও বলিভিয়ার একটি মেনোনাইট সমাজের আচার-আচরণ দেখে সেগুলো নিয়ে তার চিত্রনাট্য ও পরিচালনাকে সাজিয়েছেন।
মোনোনাইটসরা হলেন ‘আনাব্যাপটিজম ক্রিশ্চিয়ান চার্চ সম্প্রদায়’। এই সম্প্রদায়ের মানুষরা তাদের আমূল পরিবর্তনের মূলসন্ধানের অনুসারী। তারা ১৪৯৬ থেকে ১৫৬১ সালের বিখ্যাত রোমান ক্যাথলিক ধর্মযাজক, রোমান ক্যাথলিক চার্চের আযাজনীয় কাজে ঘোষিত হয়েছিলেন এবং এরপর তিনি আনাব্যাপটিস্টদের প্রভাবশালী ধর্মীয় নেতা হয়েছেন-মেনো সাইমনসের অনুসারী। প্রটেস্টানদের একজন পরিবর্তনের নায়ক হিসেবে তাকে বিবেচনা করা হয় ও তার অনুসারীদের ‘মেনোনাইটস’ বলা হয়।
মেনোনাইটরা মোট ২ লাখ ১৩ হাজার। তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন ২০১৮ সালের হিসেবে, ৫০ হাজার ৪শ ৮১ জন, ইথিওপিয়াতে আছেন ৩ লাখ ১০ হাজার ৯ শ ১২ জন, ভারতে থাকেন ২ লাখ ৫৭ হাজার ২৯ জন, কঙ্গোতে আছেন ২ লাখ ২৫ হাজার ৫শ ৮১ জন, কানাডাতে ১ লাখ ৪৯ হাজার ৪শ ২২ জন, ইন্দোনেশিয়াতে ১ লাখ ২৭ হাজার ৬১ জন, তানজানিয়াতে ৬৬ হাজার ৩শ ৫০ জন, থাইল্যান্ডে ৬৩ হাজার ৭শ ১৮ জন, জিম্বাবুয়েতে ৫০ হাজার ২শ ৮৭ জন, জার্মানিতে ৪৭ হাজার ৪শ ৯২ জন, প্যারাগুয়েতে ৩৬ হাজার ৯ জন, জামানিতে বাস করেন ৪৭ হাজার ৪শ ৯২ জন, প্যারাগুয়েতে ৩৬ হাজার ৯ জন, কেনিয়াতে ৩৫ হাজার ৫শ ৭৫ জন, মেক্সিকোতে ১ লাখ ১০ হাজার, অ্যাঙ্গোলাতে ৩০ হাজার ৫শ ৫৫ জন ও বলিভিয়াতে সবচেয়ে কম মূল জনগোষ্ঠী ২৬ হাজার ৬শ ৯৯ জন বাস করেন। রাশিয়াতেও মেনোনাইটরা আছেন। তারা এমনকি প্রত্যন্ত গ্রামে বাস করেন।
মধ্য ইউরোপে জামান-ডাচ মিশ্র ভাষাভাষীদের মধ্যেই প্রথম আনাব্যাপটিজমের জন্ম। তারা রোমান ক্যাথলিক গীর্জার চওড়া অনুশীলন ও ধমতত্বের এখন বিরোধী। তাদের নিজস্ব ঘোড়া ও ঘোড়ার গাড়ি আছে। তারা সমকামের বিরোধী। তাদের একটি ধর্মীয় আচারের নাম হলো ‘শয়তানের হাঁটা’ বা ‘দি ওয়াক অব ডেভিল’। তারা মেয়েদের ধর্ষণের বিরোধী, মাদকের বিরুদ্ধে ও শিশুদের নিযার্তনের তুমুল বিরোধী।
সারাহ পলির ‘উইমেন টকিং’র সঙ্গে লড়তে ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’, ‘গ্লাস ওনিয়ন : অ্যা নাইভস আউট মিস্ট্রি’, ‘লিভিং’ ও ‘টপ গান : মেভেরিক’ মনোনীত হয়েছিল অস্কার জয়ের জন্য। উইমেন টকিং সেরা ছবির জন্যও অস্কারে লড়েছে।
ওএফএস/এএস