ক্রিস্টিয়ান এম. গোল্ডবেক ও আনেস্টিনে হেপারের অস্কার
প্রোডাকশন ডিজাইনের অস্কারটি জিতেছে ছবি হিসেবে ‘অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফন্ট’। এই বিশ্বখ্যাত কাহিনীটি এরিক মারিয়া রেমার্কের, প্রথম বিশ্বযুদ্ধের জার্মান বহিনীর কাহিনী। বিশ্বের প্রায় সব ভাষায়ই অনূদিত ও প্রবল খ্যাতি লাভ করেছে ১৯২৯ সালের বইটি। এই সিনেমাটিতেই প্রডাকশন ডিজাইনের জন্য অস্কার হাতে তুলে নিয়েছেন ১২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জার্মান প্রডাশন ডিজাইনার ক্রিস্টিয়ান এম. গোল্ডবেক ও সেট ডিজাইনার তার দেশী আর্নেস্টিনে হেপার।
তাদের ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’ ছবিটি জার্মান ভাষায় কিংবদন্তী যুদ্ধবিরোধী কাহিনীর নির্মাণ। পরিচালক এডওয়ার্ড বার্গার, একজন নামকরা জার্মান পরিচালক। তিনি তার বিখ্যাত জার্মান প্রডাশন ডিজাইনার ক্রিস্টিয়ান এম. গোল্ডবেক ও সেট ডিজাইনার আর্নেস্টিনে হেপারকে বলেছিলেন ও তাদের কাছে চেয়েছিলেন, যুদ্ধের চরম পাগলামো ও ধারণাতীত ধ্বংসমালাকে বড় পর্দায় নিয়ে আসতে হবে।
‘এটি কেবল সেট দেখাতে নয়, দৃশ্যগুলোতেও থাকতে হবে। সেই কাজটিই করেছি আমরা। সেটি আপনারা দেখতে পারবেন ও তাদের গন্ধগুলো পর্যন্ত ছবিতে নিতে পারবেন’, একটি সংবাদ সম্মেলনে বলেছেন প্রডাকশন ডিজাইনার ক্রিস্টিয়ান এম. গোল্ডবেক।
চেক রিপাবলিকের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিমানবন্দর মেওভিৎসে শহরের একটি জায়গা, সেখানে সেট তৈরি করেছেন তারা। এখন এটি একটি খেলার জন্য বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হয়। তবে এরিক মারিয়া রেমার্কের ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টান ফ্রন্ট’কে সিনেমা বানানো হবে বলে তিনটি মাস সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল চলচ্চিপ্রেমীদের জন্য।
কয়েকশ মিটার জুড়ে অবিকল যুদ্ধের ট্রেঞ্চ খুঁড়েছিল প্রডাকশন ডিজাইন টিম। সাহায্য নিয়েছে অভিজ্ঞদের। লোকেশনে দুটি ফুটবলের মাঠের সমান একটি বিরাট যুদ্ধক্ষেত্র তৈরি করেছেন তারা পরে। অন্যান্য ব্যাকড্রপগুলো তৈরি করে দিয়েছিল ইউরোপের অন্যতম বৃহৎ ও চেক রিপাবলিকের সবচেয়ে বড় মুভি স্টুডিও বারানডফ মুভি স্টুডিও।
নিজের অস্কারটি গ্রহণের ভাষণে সেট ডিজাইনার আর্নেস্টিনে হেপার বলেছেন, ‘কখনো ভুলে যেও না, তুমি কেবল তোমার দলের মতোই ভালো।’
তিনি এরপর ধন্যবাদ জানিয়েছেন চেক রিপাবলিকের রাজধানী প্রাগে যারা ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’ ছবির প্রডাকশনকে জীবনে মূর্ত করেছেন তাদের সবাইকে।
‘এপিডি’ নামের তার দলের সদস্যদের এই ছবিটি অস্কার জয় করায় ধন্যবাদ জানিয়েছেন, তাদের নেতা প্রডাকশন ডিজাইনার ক্রিস্টিয়ান এম. গোল্ডবেক।
‘আমি পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিলাম’, বলেছেন গোল্ডবেক। তিনি আরো বলেছেন, ‘আমাদের সুন্দর পরিচালক এডওয়ার্ড বার্গারের প্রতি ধন্যবাদ আমার, আপনাকে ছাড়া আমি এই কাজটি করতে পারতাম না।’ তিনি বলে গিয়েছেন, “এই পুরো বিষয়টি ছিল একটি সত্যিকারের দলগত প্রচেষ্টার ফসল। আমার হৃদয় চলে যাচ্ছে এপিডি’র প্রতি, যারা এই প্রকল্পে কাজ করেছেন।” তিনি শেষে বলেছেন, ‘আপনাদের কাউকে ছাড়া আমি এই কাজটি করতে পারতাম না।’
‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’র জন্য সেট ডিজাইনারের অস্কার জয় করা আর্নেস্টিনে হেপার প্রথমে তার বাবা-মাকে ধন্যবাদ দিয়েছেন, এরপর তার বোনদের, তারপর তার প্রিয় বন্ধুদের। এই নারী সেট ডিজাইনার বলেছেন, “যখন আমরা ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’র কাজটি শুরু করলাম, আমি নিজেকে বলেছিলাম, ‘কখনো ভুলে যাবে না, তুমি কেবল তোমার দলের মতোই ভালো।’ ফলে এই অস্কারটি ও আমাদের ছবিটি প্রাগের সব কঠোর পরিশ্রমী মানুষের জন্য এবং সবগুলো দলের জন্য যারা আমাকে এই স্টেজ-(অস্কার) পেতে সাহায্য করেছে। তোমাকে ধন্যবাদ ‘দি অ্যাকাডেমি’।”
ওএফএস/এএস