‘নাটু নাটু’ গানের অস্কার জয়
অস্কার জিতল তেলুগু ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’। অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্মও করেছেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পারফর্ম করেছেন আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তার সঙ্গে ছিলেন এক ঝাঁক শিল্পী।
‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানান বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সোমবার (১৩ মার্চ) ভোরে হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত ৯৫তম অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের জয় হলো। শুধু তাই নয়, অস্কার মঞ্চে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ পেল স্ট্যান্ডিং ওভেশন।
এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতে ভারতের হয়ে ইতিহাস গড়ল। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস এবং হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস জিতে আগেই অস্কার দৌড়ে এগিয়ে ছিল গানটি।
একই বিভাগে মনোনয়ন পাওয়া লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’ (টপ গান: ম্যাভেরিক), রিয়ানার ‘লিফট মি আপ’ (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার), ডায়েন ওয়ারেনের ‘অ্যাপ্লজ’ (টেল ইট লাইক অ্যা ওম্যান) এবং ডেভিড বায়ার্ন ও সান লুক্সের ‘দিস ইজ অ্যা লাইফ’ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স) গানগুলোকে পেছনে ফেলে অবশেষে অস্কার জিতে নিল ভারতীয় সিনেমার গানটি। সূত্র: এবিপি
এএম/এসজি