ইতিহাস গড়ে মাকে অস্কার উৎসর্গ মিশেল ইয়োর
এশিয়ার প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন মিশেল ইয়ো। তিনি এবারের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটি তাকে এ সম্মানজনক পুরস্কার এনে দিয়েছে। সিনেমাটিকে বিশ্বসেরা বানানোর মূল কারিগর তিনি। সম্মানজনক এই পুরস্কারটি মা তান শ্রী মিশেলকে উৎসর্গ করেছেন তিনি।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য অস্কার জিতেন মিশেল ইয়ো।
অস্কার জয়ের পর মিশেল ইয়ো বলেন, ‘আমার মায়ের বয়স এখন ৮৪ এবং আমি তার কাছে এই পুরস্কারটি নিয়ে যাচ্ছি। তিনি এখন মালয়েশিয়ায় বসে দেখছেন। সেখানে আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে আছেন।’
তিনি বলেছেন, ‘অস্কারটি আমি আমার মাকেই উৎসর্গ করব। আমাকে উৎসর্গ করতে হবে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার ও সম্মানটি এই দুনিয়ার সব মাকে। কারণ তারাই সত্যিকারের সুপার হিরোইন এবং তাদের কাউকেই ছাড়া আমাদের কেউই আজ রাতে এখানে আসতে পারতাম না।’
মালয়েশিয়ায় জন্ম নেওয়া ৬০ বছরের মিশেল ইয়ো বিশ্বের প্রথম দক্ষিণ-পূর্ব এশিয়ান ও প্রথম মালয়েশিয়ান হিসেবে অস্কার জিতেছেন।
তিনি অস্কারের মঞ্চে বলেন, ‘আমার মতো দেখতে যেসব ছোট ছেলে ও মেয়েরা আজকে রাতটি দেখছ, তাদের জন্য আমার এই অর্জন হলো একটি আলোর সংকেত, আশা ও সম্ভাবনা। এই পুরস্কার প্রমাণ করল যে স্বপ্নগুলোই সত্যি হয়।’
মিশেল ইয়ো নারীদের বলেন, ‘নারীরা কেউ কাউকে কখনো বলতে দেবেন না যে, আপনার সেরা সময় চলে গেছে। কখনো কেউ হাল ছাড়বেন না।’
তিনি আরও বলেন, ‘অস্কার জয় আমার বোনদের প্রতি, ভাইদের প্রতি, আমার পরিবারের প্রতি, তাদের সবার প্রতি যারা আমাকে সাহায্য করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অ্যাকাডেমি তোমাকে ধন্যবাদ, এই ইতিহাসটি নির্মিত হচ্ছে।’
ওএফএস/