‘দ্য হোয়েল’র জন্য অস্কার জিতলেন ব্রেন্ডন ফ্রেজার

এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সবাইকে হারিয়ে তিনি এ পুরস্কার জিতেছেন।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘দ্য হোয়েল’ সিনেমার জন্য অস্কার জিতেন ফ্রেজার।
সিনেমায় ফ্রেজার একজন অসুস্থ ও মোটা লোকের চরিত্রে অভিনয় করেছেন যিনি তার ছেড়ে দেওয়া মেয়ের সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করেন। এই সিনেমায় নিজের চরিত্রটিতে অবিশ্বাস্য অভিনয়ের সুবাদে তিনি তার জীবনের পরম প্রাপ্তি সেরা অভিনেতার অস্কার বাড়িতে নিয়ে গেলেন।
‘জর্জ অব দ্য জঙ্গল’ ও ‘দ্য মাম্মি’ সিনেমায় অভিনয়ের জন্য এতকাল বিখ্যাত ছিলেন ফ্রেজার। তবে এখন থেকে তিনি ‘দ্য হোয়েল’ এর জন্যও পরিচিত হবেন। ফ্রেজারের জীবনে অস্কারটি আরও স্মরণীয় কারণ, ব্যক্তিগত সমস্যাগুলো ও স্বাস্থ্যগত কারণে গেল একটি দশক তিনি ক্যামেরার আলো থেকে দূরেই ছিলেন। অস্কারের মাধ্যমে সিনেমা ভুবনে তিনি তার পুনরুত্থানের শুরুটি করলেন।
অস্কার জিতে ফ্রেজার বলেন, ‘আমি এই যাত্রাটি শুরু করেছি ৩০ বছর আগে এবং এটি ও তারা আমার কাছে সহসাই আসেনি। তবে এখানে একটি সুবিধা ছিল, যেটি হলো যতক্ষণ না এটি শেষ না হচ্ছে, সেই সময়টি পর্যন্ত আমি নিজেকে ও সিনেমাকে অভিনন্দন জানাইনি।’
তিনি অস্কারের মঞ্চেই তার ক্যারিয়ার আবার বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃতিটির মাধ্যমে স্থাপিত হলো বলে স্বীকার করেন।
ফ্রেজার তার ‘দ্য হোয়েল’ এর পরিচালক ড্যারেন অ্যারোনফস্কিকে এই বলে ধন্যবাদ দিয়েছেন তখন, ‘একটি সৃজনশীল জীবনপ্রবাহে আমাকে নিক্ষেপ করা ও সদলে সামনে টানার জন্য আপনাকে ধন্যবাদ।’
ওএফএস/
