যৌন হয়রানির ফলে অভিনয় কমিয়ে দিচ্ছেন ভ্যান ডিয়েন

‘স্ট্রেঞ্জার থিং’ সিরিজের তারকা অভিনেত্রী গ্রেস ভ্যান ডিয়েন। বাববার যৌন হয়রানির শিকার হয়েছেন। এসব বিষয় নিয়ে মুখও খুলেছেন অপকটে। আর যৌন হয়রানির কবল থেকে রক্ষা পেতেই অভিনয় কমিয়ে দিচ্ছেন এ অভিনেত্রী।
এ বিষয়ে তিনি বলেছেন, সেটে বারবার যৌন নির্যাতনের শিকার হবার কারণে অভিনয় কমিয়ে দিচ্ছেন এই তারকা।
২৬ বছর বয়সী এই অভিনেত্রী সবচেয়ে খ্যাতি লাভ করেছেন নেটফ্লিক্সের চিয়ারলিডার ‘ক্রিসি কানিংহাম’ চরিত্রটির জন্য। এখন আরও বেছে বেছে ভালো ভালো চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।
এ সম্পর্কে বলেছেন, ‘শেষ যেক’টি প্রকল্পে আমি কাজ করিনি তার কারণ হলো আগে যাদের জন্য আমাকে কাজ করতে হয়েছে সেগুলোতে আমার সেরা অভিজ্ঞতা হয়নি।’
তিনি একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন-যেখানে একজন পরিচালক সেটের মধ্যেই তাকে কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়েছেন। তবে তিনি তার নামটি উল্লেখ করেননি।
গ্রেস ভ্যান ডিয়েন আরও বলেছেন, ‘আমার শেষ ছবিগুলোর একটি প্রযোজকদের একজন আমাকে এভাবে বলেছেন যে, তিনি যেন একটি মেয়েকে ভাড়া করেছেন যার সঙ্গে তিনি ঘুমিয়েছেন। এরপর তিনি আমাকেও তাদের সঙ্গে এই কাজটি করতে বললেন।’
অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেছেন, ‘এরপর আমি কেঁদেছি ও হতাশ হয়ে ভেঙে পড়েছি। তবুও কাজটি করিনি। তিনি এখন থেকে কার সঙ্গে সময় কাটাবেন ও কার সঙ্গে কথা বলবেন সে বিষয়ে চুজি হবেন।’
এ বিষয়ে বৃহস্পতিবার ভ্যান ডিয়েন টুইট করেন-তার পেশাজীবন বদলে যাচ্ছে।
তিনি সেখানে লেখেন, ‘যেহেতু আমার বয়স বাড়ছে ফলে আমার কাজের অগ্রাধিকার বদলে যাচ্ছে’। আমি ঠিক প্রকল্প বা ঠিক লোকটির সঙ্গে কাজের জন্য অপেক্ষা করছি।’
‘ভি ফর ভ্যানগ্রেস’ ও ‘হোয়াট কামস অ্যারাউন্ড’ সিনেমায় অভিনয় করে বিখ্যাত হয়েছেন গ্রেস ভ্যান ডিয়েন।
ওএফএস/
