বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বাফটায় ইতিহাস গড়ল বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমা

লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে ১৯ ফেব্রুয়ারি বসেছিল বাফটার ৭৬তম আসর। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) জাঁকজমকপূর্ণ এই আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।

২০২২ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেতা রিচার্ড ই. গ্র্যান্ট।

২০১৯ সালে ইংরেজির বাইরে অন্য ভাষার সিনেমার হিসেবে সবশেষ বাফটায় সেরা চলচ্চিত্র পুরস্কার পায় মেক্সিকোর আলফনসো কুয়ারনের ‘রোমা’। চার বছর পর একই ঘটনা ঘটালো। এবার জার্মান ভাষার সিনেমা বাফটা জয় করল। সিনেমার নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। জার্মান দৃষ্টিকোণ থেকে প্রথম বিশ্বযুদ্ধকে দেখানো হয়েছে এই সিনেমায়। এতে তরুণ সৈনিক পল বয়মারের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রিয়ান তারকা ফেলিক্স কামারার।

সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক সাতটি পুরস্কার জিতেছে এ সিনেমা। বাফটায় ইংরেজির বাইরে অন্য ভাষার কোনো ছবির এত বিভাগে জয়ের রেকর্ড এটাই প্রথম।

সেরা পরিচালক হয়েছেন এই সিনেমার পরিচালক এডওয়ার্ড বারগার। সেরা রূপান্তরিত চিত্রনাট্য পুরস্কারও উঠেছে তার হাতেই। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের ধ্রুপদী উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন তারা।

সেরা চলচ্চিত্র, সেরা মৌলিক সুর, সেরা চিত্রগ্রহণ এবং সেরা শব্দ বিভাগেও পুরস্কার জিতেছে নেটফ্লিক্স প্রযোজিত এই সিনেমাটি।

১৯২০ সালের পটভূমিতে দুই বন্ধুর বিবাদকে কেন্দ্র করে মার্টিন ম্যাকডোনার ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র স্বীকৃতি পেয়েছে। এতে অভিনয়ের জন্য দুই আইরিশ তারকা ব্যারি কিওগ্যান সেরা পার্শ্ব অভিনেতা এবং কেরি কন্ডন সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন। এর পরিচালক মার্টিন ম্যাকডোনা সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কার জিতেছেন।

চারটি পুরস্কার পেয়েছে ব্যাজ লারম্যান পরিচালিত কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’। এতে নাম ভূমিকায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন অস্টিন বাটলার। এ ছাড়া, সেরা কাস্টিং, সেরা পোশাক পরিকল্পনা, সেরা রূপসজ্জা ও চুলসজ্জা বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।

টড ফিল্ড পরিচালিত ‘টার’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন কেট ব্ল্যানচেট। এর আগে দুইবার সেরা অভিনেত্রী এবং একবার সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার জিতেছেন তিনি।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হয়েছে নেটফ্লিক্সের ‘গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও’।

স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস পুরস্কার পেয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সেরা সম্পাদনা বিভাগে জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সেরা শিল্প নির্দেশনা স্বীকৃতি দেওয়া হয়েছে ‘ব্যাবিলন’ ছবিকে।

সেরা প্রামাণ্যচিত্র স্বীকৃতি পেয়েছে ‘নাভালনি’। এর অন্যতম প্রযোজক ওডেসা রেই পুরস্কার গ্রহণের পর মঞ্চে নিজের বক্তব্যে অনুসন্ধানী সাংবাদিক ক্রিস্তো গ্রোজেভের প্রতি সম্মান জানান।

দর্শক ভোটে বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন ‘সেক্স এডুকেশন’ তারকা এমা ম্যাকে। নতুন ব্রিটিশ গল্পকার-চিত্রনাট্যকার, পরিচালক অথবা প্রযোজক বিভাগে ‘আফটারসান’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক চার্লোট ওয়েলস।

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য সিনেমা হয়েছে ‘অ্যান আইরিশ গুডবাই’। ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা পুরস্কার জিতেছে ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’। বাফটা ফেলোশিপ পেয়েছেন কস্টিউম ডিজাইনার স্যান্ডি পাওয়েল।

এএম/এমএমএ/

Header Ad
Header Ad

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শনিবার এই শোক পালন করা হবে। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ২৬ এপ্রিল (শনিবার) ২০২৫ পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এই তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া পোপ ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান পোপ ফ্রান্সিস। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। এক যুগের বেশি সময় ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

Header Ad
Header Ad

আ.লীগ নিজেকে ভারতের কাছে নগ্নভাবে সঁপে দিচ্ছে: রাশেক রহমান

আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা রাশেক রহমান ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ সাংঘর্ষিক বার্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেকে ভারতের কাছে নগ্নভাবে সঁপে দিচ্ছে। এটি একটি জাতীয় আত্মমর্যাদার প্রশ্ন।”

সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে রাশেক রহমান প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এখনও সাংবিধানিকভাবে দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে দলের সাবেক বা বর্তমান মন্ত্রীরা কেন নিজেদের ‘সাবেক’ বলে পরিচয় দিচ্ছেন?
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলছেন তিনি এখনো সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী। তাহলে তার মন্ত্রীরা কেন নিজেদের ‘সাবেক’ বলছেন? এতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড।”

তিনি এটিকে রাজনৈতিক সমন্বয়ের ঘাটতি বলেও উল্লেখ করেন এবং বলেন, “দলের ন্যারেটিভ স্পষ্ট নয়। অনেক নেতাকর্মী কনফিউজড। সরকারের অবস্থান আর দলীয় অবস্থান আলাদা হওয়া উচিত।”

সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বিদ্রুপাত্মকভাবে বলেন, “এই অবস্থা চলতে থাকলে ১৯৭১ সালের মতো একটি ‘প্রবাস সরকার’ ঘোষণা করতে হতে পারে—যেখানে সবাই নিজেদের ‘বর্তমান মন্ত্রী’ দাবি করবেন, তবে থাকবেন দেশের বাইরে।”

রাশেক রহমান পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, “ভারত বাংলাদেশের বন্ধু। তবে বন্ধুত্ব মানে এই নয় যে আমরা নিজেদের সমস্ত কিছু সঁপে দেব। আমাদের নিজেদের রাজনৈতিক শক্তির উপর ভরসা রাখতে হবে। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ—যেই হোক, তার উপর অন্যায় হলে পাশে দাঁড়াতে হবে দলীয় শক্তি দিয়ে, বিদেশি সহযোগিতার উপর পুরোপুরি নির্ভর করে নয়।”

তিনি বলেন, “যে কোনো বিদেশি শক্তি সহযোগিতা করতে পারে, কিন্তু তা যেন আত্মসমর্পণের পর্যায়ে না পৌঁছায়। দেশের ভেতরের সমস্যা দেশের শক্তি দিয়েই সমাধান করতে হবে।”

ভারত প্রসঙ্গে তিনি বলেন, “ভারত আমাদের বন্ধু, তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। তবে তাই বলে প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তে তাদের সন্তুষ্টি বা চাপের প্রতিফলন থাকা উচিত নয়।”

Header Ad
Header Ad

বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড আইডিতে লাইসেন্সের একটি ছবি সংযুক্ত করে এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে।’

‘লাইসেন্সটি যাচাই করে দেখা যায়, এ বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা) লাইসেন্সটি ইস‍্যু করেন।’

‘এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান, লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি।’

তিনি আরও লেখেন, ‘স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন। তিনি আরো জানান, এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক
আ.লীগ নিজেকে ভারতের কাছে নগ্নভাবে সঁপে দিচ্ছে: রাশেক রহমান
বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ
পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকারদের জন্য চালু হবে ভাতা: তারেক রহমান
এস আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি ক্রোকের নির্দেশ
সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আন্দোলনের নামে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে বেড়েছে গরমের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সরকার সরিয়ে না দিলে পদত্যাগ করব না: কুয়েট ভিসি
বিরামপুরে ছিনতাইকালে পুলিশের হাতে 'ভুয়া সেনাসদস্য' আটক
হাসিনাকে যারা খুনি হতে সাহায্য করেছে, তাদেরও বিচার করতে হবে: সারজিস আলম
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো আবাসিক হল
কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু
ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, ঘরের মাঠে লজ্জার হার বাংলাদেশের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটে প্রথম আব্দুল্লাহ
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার
তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প
এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা