বাংলাদেশে ‘ফারাজ’ প্রদর্শন বন্ধে আদালতে রিট
গুলশান হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়ে বলিউডে নির্মিত সিনেমা ‘ফারাজ’। ৩ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশে সিনেমাটি প্রদর্শন বন্ধের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হয়। ২০ফেব্রুয়ারি সোমবার সকালে সিনেমাটি দেখে আদালত আদেশ দেবেন বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী।
সিনেমাটি নির্মাণ করেছেন হানসাল মেহতা। সিনেমাটির নির্মাণ, প্রদর্শন বন্ধে শুরু থেকেই সরব ছিলেন অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। এ দাবি নিয়ে সংবাদ সম্মেলনও করেনি তিনি।
নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ও দেশের কোনো সিনেমা হল, সিনেপ্লেক্সে ফারাজ সিনেমার প্রদর্শন বন্ধে গত ৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান তিনি। নোটিশে সাড়া না পাওয়ায় পরবর্তী সময়ে হাইকোর্টে রিট করেন রুবা আহমেদ।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও দেশের কোনো সিনেমা হল, সিনেপ্লেক্সে টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্র প্রদর্শনীতে ফারাজ নিসেমার প্রদর্শন বন্ধের নির্দেশনা চাওয়া হয় রিটে।
তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয় রিটে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
সিনেমাটিতে অবিন্তা চরিত্রের পোশাক নিয়ে আপত্তি তুলে আইনজীবী আহসানুল করীম সাংবাদিকদের বলেন, ‘অবিন্তার পোশাক পরিচ্ছেদ এমনভাবে দেখানো হয়েছে আমাদের সভ্য সমাজে শিক্ষিত মেয়েরা এই পোশাক কখনো পরে না। এই চলচ্চিত্রে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে।’
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব, পুলিশকে এই সিনেমায় ব্যর্থ দেখানো হয়েছে বলেও দাবি এই আইনজীবীর।
আগামীকাল (২০ ফেব্রুয়ারি) সোমবার সকাল সাড়ে ৯টায় আদালত খাস কামরায় সিনেমাটি দেখে আদালত মতামত দিবেন বলে জানান আইনজীবী আহসানুল করীম।
এএম/এমএমএ/